ওড়িশাকে সমীহ করলেও তৈরি এটিকে মোহনবাগান, মনবীরকে নিয়ে এল বড় আপডেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ওড়িশা এফসির বিরুদ্ধে ভুবনেশ্বরে খেলবে এটিকে মোহনবাগান। ইতিমধ্যেই হায়দ্রাবাদ, বেঙ্গালুরু ও জামসেদপুর এফসিকে হারিয়ে লিগ টেবিলের উপরে রয়েছে এটিকে মোহনবাগান। তবে ওড়িশা এফসির আক্রমণকে গুরুত্ব সহকারে দেখবেন ফেরান্ডো।
ওড়িশার বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে জুয়ান ফেরান্ডো বলেছেন, "বৃহস্পতিবার ম্যাচটি সহজ হবে না কারণ আমি আগেও বলেছিলাম যে তিনটি দল বেশ শক্তিশালী। মুম্বই সিটি, হায়দ্রাবাদ আর ওড়িশা এফসি বেশ ভালো শুরু করেছে।"
"ওড়িশার পরিস্থিতি খুব ভালো। আমরা অ্যাওয়েতে খেলতে গেলে কঠিন হয়ে পড়ে, কারণ আপনি পরিস্থিতিটি জানেন এবং ওদের কাছে খুব ভালো খেলোয়াড় রয়েছে। ওদের পারফর্মেন্স খুব ভালো হয়েছে, এটি খুব কঠিন ম্যাচ হবে, তবে আমরাও পরিকল্পনা তৈরি করেছি এবং আশা করছি আমরা সাফল্য পাব। এই সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।"
এদিকে মনবীর সিংয়ের চোটের আপডেট নিয়ে ফেরান্ডো বলেছেন, "উনি ফিজিও এবং ডাক্তারের সাথে রয়েছে। আমরা ওনাকে নিয়ে শেষ মুহুর্তে সিদ্ধান্ত নেব।"