অভিনব উপায়ে মালদ্বীপে অনুশীলন এটিকে মোহনবাগানের, বেঙ্গালুরুকে সমীহ হাবাসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার এএফসি কাপের প্লেঅফ পর্বে ক্লাব ঈগলসকে হারিয়ে মূলপর্বের যোগ্যতা অর্জন করেছে বেঙ্গালুরু এফসি। এবং এর জেরে গ্রুপ ডিতে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নিজেদের মূলপর্বের যাত্রা শুরু করবে নয়াসজ্জিত বেঙ্গালুরু।
বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কোচ আন্তোনিও হাবাসের রেকর্ড ভালো থাকলেও এ এক নয়া বেঙ্গালুরু এফসি। আর সেই কারণে মার্কো পেজ্জাউলির টিমকে নিয়ে সতর্ক স্প্যানিশ কোচ। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ম্যাচ বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে। ইতিমধ্যেই মালদ্বীপে অনুশীলনে নেমে পড়েছে এটিকে মোহনবাগান শিবির, এবং হাবাসের চোখ ছিল রবিবারের ম্যাচের উপর।
এই নিয়ে এটিকে মোহনবাগানের মিডিয়ার সাথে সাক্ষাৎকারে হাবাস বলেছেন, "বেঙ্গালুরু বেশ কিছু নয়া বিদেশী সই করিয়েছে। বদলেছে কোচিং স্টাফও। শক্তির তফাৎ তো রয়েছে। তবে আমরা একে অপরকে চিনি, একসাথে অনেক ম্যাচ খেলেছি। ফলে শেষ মিনিট পর্যন্ত এই লড়াই চলবে।"
তবে বেঙ্গালুরুর বিরুদ্ধে ভালো ট্র্যাক রেকর্ডকে ধরছেন না আন্তোনিও হাবাস। তিনি বলেছেন, "আগে কে কোথায় জিতেছে সেটা ইতিহাসে থাকে। এখন সব ম্যাচই নতুন চ্যালেঞ্জ। নয়া পরিবেশ, নয়া মাঠ, সব কিছুর সাথে দ্রুত মানিয়ে নিতে হবে। এর উপরেই ম্যাচের ভাগ্য নির্ভর করবে। এটি একটি আন্তর্জাতিক মঞ্চ। এখানে সবাই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে।"
মলদ্বীপের মালে অনুশীলন করছে এটিকে মোহনবাগান। এবং জায়গাটাও অত্যন্ত চমৎকার। হোটেল থেকে ২০ মিনিট দূরে অনুশীলনের মাঠ। কিন্তু রাস্তা দিয়ে মাঠে যেতে হয় না রয় কৃষ্ণাদের, বরং জলপথে নৌকো করে সেখানে যেতে হচ্ছে ফুটবলার-কোচদের।