ডার্বি জয় চুনী গোস্বামীকে উতসর্গ করলেন হাবাস, মুম্বই ম্যাচেও জেতার অঙ্গীকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইএসএলের প্রথম দুই ম্যাচেই কেরালা ব্লাস্টার্স ও এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করেছে এটিকে মোহনবাগান। এবার সামনে গত বারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। আর বদলার ম্যাচে জিততে মরিয়া কোচ আন্তোনিও হাবাস।
মুম্বই ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় কলকাতা ডার্বি এবং আগামী বুধবার মুম্বই সিটি এফসি ম্যাচ নিয়ে আলোচনায় বসলেন হাবাস। এটিকে মোহনবাগান মিডিয়ার মুখোমুখি হয়েছেন স্প্যানিশ কোচ।
এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই ডার্বি জয়টি কাউকে উৎসর্গ করতে চান? এর জবাবে হাবাস বলেন, "আমি চুনী গোস্বামীকে এই জয় উৎসর্গ করতে চাই। ওনাকে স্মরণ করতে চাই এবং আমরা এই বিষয়ে খুব খুশি।"
পরপর দুই ম্যাচে বড় জয়, এর ফলে কি দলের মধ্যে আত্মতুষ্টি বা অতিরিক্ত আত্মবিশ্বাস চলে আসছে? এই নিয়ে হাবাসের মত, "আমি সব সময় বলি জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। রোজ মাঠে নামো, জেতো, তিন পয়েন্ট তুলে আনো - এটাই দলের জন্য দরকারি। জেতার অভ্যেসটা খুব জরুরি। আমরা জিতব, জিতব - এই মানসিকতা রাখতে হবে।"
নতুন কোচের অধীনে এই মরশুমে নেমেছে মুম্বই সিটি এফসি, যারা গত ম্যাচে হায়দ্রাবাদের কাছে হেরেছিল। তবে কি এটিকে মোহনবাগানের পক্ষে সহজ হবে এই ম্যাচ জেতা? এর জবাবে হাবাস বলেছেন, "একেবারেই না, নতুন কোচ এসেছেন, নতুন পরিকল্পনা। আমরা বাকি ম্যাচগুলির মতই এই ম্যাচে মাঠে নামব।"
দুর্দান্ত ফর্ম সত্ত্বেও দলে উন্নতির জায়গা দেখছেন হাবাস। তিনি বলেছেন, "প্রতিটি দলেই উন্নতির জায়গা থাকে। আমাদের আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। তবে মাথায় রাখতে হবে, আক্রমণে যদি পাঁচ ফুটবলার ওঠে, তবে রক্ষণে যেন সেই ভারসাম্য বজায় থাকে।"
মনবীর সিং ও লিস্টন কোলাসো এই মরশুমে আক্রমণের পাশাপাশি একপ্রকার উইংব্যাকের ভূমিকা পালন করছেন। এই নিয়ে হাবাস বলেছেন, "এটি দলের জন্য খুবই ভালো, যদিও আমাদের বেঞ্চে এই পজিশনের দুজন ভালো খেলোয়াড় রয়েছে - প্রবীর ও সুসাইরাজ। যদি প্রয়োজন হয়, তাহলে ওরা নামবে। তবে লিস্টন আর মনবীর ভারতীয় ফুটবলের দুই দুর্দান্ত প্রতিভা, আর আমরা তাদের সুযোগ দিতে চাই বেশি করে।"
খেলায়, বিশেষ করে বিদেশী কম্বিনেশনে কি কোনও পরিবর্তন আসবে? এর জবাবে হাবাস জানিয়েছেন, "সেই সম্ভাবনা অবশ্যই রয়েছে। আমরা গত মরশুমেও একইরকম কাজ করেছিলাম ৭-৮ ম্যাচে। এই ধরণের পরিবর্তন দলের ভারসাম্যের জন্য অত্যন্ত জরুরি।"