নাসাফের বিরুদ্ধে জিততে শতভাগ দেবে ফুটবলাররা, নিশ্চিন্ত হয়ে বার্তা কোচ আন্তোনিও হাবাসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার সন্ধ্যেতে মূল স্টেডিয়ামে অন্তিম প্রস্তুতি সারবে এটিকে মোহনবাগান। ক্লোজড ডোর অনুশীলন না করানোর জেরে ফিজিক্যাল ট্রেনিং ও পজেশনাল ফুটবলে নজর দেন কোচ আন্তোনিও হাবাস লোপেজ।
তবে এএফসি কাপের ইন্টার জোনাল সেমি ফাইনালে নামার আগে যেন বেশ নিশ্চিন্ত হাবাস। আসলে দুবাইয়ে আট দিনের প্রস্তুতি এবং উজবেকিস্তানের আবহাওয়ার সাথে মানিয়ে নিয়ে বুঝতে পারছেন, এফসি নাসাফকে টেক্কা দিতে তৈরি এটিকে মোহনবাগান। আর এই নিয়ে এটিকে মোহনবাগান মিডিয়াকে বিশেষ বার্তা দেন হাবাস।
নাসাফের বিরুদ্ধে জেতার শতভাগ চেষ্টা করবে এটিকে মোহনবাগান, আশা দিলেন হাবাস। জয়ের আশা নিয়ে হাবাস বলেন, "বিশ্বের কোনও কোচই 'জিতব' এই নিশ্চয়তা দিতে পারে না। দুবাইয়ে আমাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। আমরা জেতার বিষয়ে ইতিবাচক। তবে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে প্রতিপক্ষ একটি শক্তিশালী দল, কিন্তু আমাদের ক্ষমতা রয়েছে নাসাফকে হারানোর।"
নাসাফের শক্তি নিয়ে হাবাসের বার্তা, "ওরা প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টে ভালো করে। ওরা প্রতিপক্ষ হিসেবে খুবই শক্তিশালী। আমাদের মতই, ওদের এমন কিছু ফুটবলার রয়েছে যারা মুহুর্তের মধ্যে ম্যাচের রঙ বদলে দিতে পারে।"
এই ম্যাচে এটিকে মোহনবাগানের বড় ফ্যাক্টর হিসেবে হাবাস বলেন, "উইং প্লে শুধু নয়, অনেক ফ্যাক্টর রয়েছে এখানে। প্রতিপক্ষের রক্ষণে জায়গা তৈরি করে আমাদের গোলমুখ খুলতে হবে। আর সেই জন্য, আমাদের সব কিছু করতে হবে যা করার দরকার।"
দলে ফিরেছেন জনি কাউকো, প্রবীর দাস ও সুসাইরাজ। দলে এদের অন্তর্ভুক্তি নিয়ে হাবাস বলেছেন, "ফুটবলাররা যে কোনও পরিবেশে নিজেদের সেরাটা দিতে তৈরি থাকতে হবে। কাউকো ইতিমধ্যেই দলের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। ও একজন দারুণ ফুটবলার। প্রবীর ও সুসাইরাজ দুজন খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার। ওরাও তৈরি। আমি এখনও সিদ্ধান্ত নিইনি এদের মাঠে কতক্ষণ রাখব। কারণ ওরা অনেকদিন কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে নামেনি। আমায় সব কিছু বিচার করে প্রথম একাদশ বাছতে হবে।"