ছেলেদের দায়বদ্ধতায় খুশি আন্তোনিও হাবাস, আগামী ম্যাচেও নিজের সেরা দিতে মরিয়া শুভাশিস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এএফসি কাপে দারুণ শুরু এটিকে মোহনবাগানের। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দুর্দান্ত ফুটবল খেলে ২-০ ফলে জিতে এশিয়ায় নিজেদের অভিযান শুরু করল সবুজ-মেরুণ ব্রিগেড। একেবারে ক্লিনিকাল জয় যাকে বলা যায়, আর এই জয়ে খুশি কোচ আন্তোনিও হাবাস এবং ফুটবলাররা।
ম্যাচের পর হাবাস আবহাওয়া ও প্রতিপক্ষের লড়াই নিয়ে বলেছেন, "প্রচন্ড গরম ছিল, মাঠও ছিল শুকনো - এইরকম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চার মাস পর আমরা খেলতে নেমেছিলাম। ছেলেদের দায়বদ্ধতা এবং খেলায় আমি খুশি। বেঙ্গালুরু সবসময়ই শক্তিশালী প্রতিপক্ষ, যেখানেই খেলেছি ওরা সব সময় প্রবল প্রতিপক্ষ হিসেবে দেখা গেছে। এরপর যাদের সঙ্গে খেলতে হবে তাদের বিরুদ্ধে আমরা আগে কখনো খেলিনি, অচেনা প্রতিপক্ষ তার আগে এইরকম জয় অনেকটাই মনোবল বাড়িয়ে দিল। আমি তাই ম্যাচ ধরে ধরে এগোতে চাই।"
এদিকে অল্প দিন অনুশীলন করেও গোল তুলে নিয়েছেন রয় কৃষ্ণা। এএফসি কাপে নিজের প্রথম গোল করে কৃষ্ণা বলেছেন, "এটা আমাদের কাছে প্রচন্ড গুরুত্বপূর্ণ কঠিন ম্যাচ ছিল। যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ খুবই কঠিন হয়, কিন্তু সব বিভাগেই আমরা ভালো খেলেছি কারণ আমরা আমাদের সেরাটা দিতেই মাঠে নেমেছিলাম। গোল করে ভালো লাগছে কারণ এফসি কাপে এটা আমার প্রথম গোল কিন্তু এই গোলের জন্য আমি একা সব কৃতিত্ব নিতে পারি না কারণ হুগো দারুন কর্নার নিয়েছিল শুভাশিস সেই বল থেকে অসাধারণ একটা হেড করেছিল, গোলে যাবার আগে বলটা আমার মাথা ছোঁয় এবং গোলটা হয় ম্যাচটা আমরা আরো বেশি গোলে জিততে পারতাম। এটা একটা আন্তর্জাতিক মঞ্চ, ভারতীয় ফুটবলারদের কাছে নিজেদের প্রমাণ করার সেরা জায়গা। আমাদের রক্ষণ খুব ভালো খেলেছে। মাঝমাঠের সঙ্গে রক্ষণ এবং ফরোয়ার্ডদের বোঝাপড়া এই ম্যাচ জেতার একটা বড় কারণ।"
এদিকে নিজের জন্মদিনে গোল করেন বাঙালি উইংব্যাক শুভাশিস বোস। তিনি বলেছেন, "গোল করেছি এবং আমার পাস থেকে গোল করেছে রয়। সবচেয়ে বড় কথা টিম হিসেবে খেলে আমরা জিতেছি, জন্মদিনে এর চেয়ে ভালো উপহার আর কি হতে পারে! আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকল আজকের দিনটি। এফসি কাপ এর আগে খেলেছি কিন্তু গোল পায়নি আজ সেটা পূরণ হয়েছে। একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করতে পেরে ভাল লাগছে, পরের ম্যাচগুলো এভাবেই জিততে হবে আমাদের। আমার এই গোল আমি সারা বিশ্বের সবুজ-মেরুন সমর্থকদের উৎসর্গ করতে চাই যারা আমাদের খেলা দেখেছেন আমাদের জয়ের জন্য প্রার্থনা করেছেন। পরের ম্যাচ গুলোতেও সেরাটা দেওয়ার জন্য আমি ও আমার টিম প্রস্তুত।"
জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েই রাখল এটিকে মোহনবাগান। এরপর আগামী ২১ আগস্ট মাজিয়া রিক্রিয়েশনের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। এই মাজিয়া দল গতকাল বসুন্ধরা কিংসের কাছে ০-২ ফলে হেরেছে।