এটিকে মোহনবাগানই চ্যাম্পিয়নের দাবিদার, জোর গলায় স্লোগান তুললেন সবুজ-মেরুণের বঙ্গব্রিগেড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইএসএল জেতার ক্ষেত্রে অন্যতম ফেভারিট হিসেবে উঠে আসছে এটিকে মোহনবাগানের নাম। একাধিক সুপারস্টার বিদেশী তো রয়েইছেনই, তার সাথে ভারতবর্ষের বেশ কিছু সেরা ফুটবলারের মিশেলও রয়েছে দলে। তবে এটিকে মোহনবাগানের মূল স্তম্ভ যে বঙ্গ ব্রিগেড, তা মনে রাখতেই হবে।
আর এর ফলে কি ভাবছেন এটিকে মোহনবাগানের বঙ্গ ব্রিগেডের তিন তারকা প্রীতম কোটাল, শুভাশিস বোস ও প্রবীর দাস? এটিকে মোহনবাগান মিডিয়ার সাথে একান্ত সাক্ষাৎকারে বেশ খোলামেলা এই তিন তারকা।
দলের আক্রমণভাগ নিয়ে এটিকে মোহনবাগানের ডিফেন্ডার প্রীতম কোটাল বলছেন, "হুগো, কাউকো, লিস্টনরা দলে আসায় আমাদের টিমের আক্রমণের শক্তি অনেক বেড়ে গিয়েছে। সামনে রয়, উইলিয়ামস, মনবীররা রয়েছে গোলের জন্য। গোলের পাস বাড়ানোর জন্য ঐ তিনজন উপযুক্ত।"
এদিকে রক্ষণ নিয়ে প্রীতম বলছেন, "রক্ষণ নিয়ে ভাবার কিছু নেই। আমাদের রক্ষণভাগ এবার যথেষ্ট শক্তিশালী। হাবাস স্যার নানা ফর্মেশনে আমাদের রক্ষণকে তৈরি করেছেন। সবারই জানা, হাবাস স্যারের রণনীতি কতটা কার্যকর হয়।"
এদিকে একই বিষয় নিয়ে শুভাশিস বোসের মত, "আমি মনে করি গতবারের চেয়ে এবারের দল অনেক বেশি শক্তিশালী। রক্ষণও খুব ভালো হয়েছে। গোল অক্ষত রেখে জেতার জন্য যা রসদ থাকা দরকার তা আমাদের টিমে রয়েছে। তিরি, কার্ল, প্রীতমদা, আশুতোষ, দীপক, আমি - রক্ষণে কোচের হাতে প্রচুর অপশন।"
এবারের আইএসএলে প্রথম একাদশে বিদেশীর সংখ্যা কমিয়ে চারে আনা হয়েছে। সে নিয়ে প্রীতম বলছেন, "আমাদের দলে প্রতিযোগিতার সেরা ছয় বিদেশী আছে। কিন্তু মাঠে বিদেশির সংখ্যা এবার কমে যাওয়ায় ভারতীয়দের দায়িত্ব যেমন বাড়বে পাশাপাশি নিজেকে প্রমাণ করার বেশি সুযোগও পাব আমরা।"
এই একই বিষয় নিয়ে প্রবীর দাস বলেছেন, "আমাদের দলের প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য স্বাস্থ্যকর প্রতিযোগিতা আছে। কারণ সব পজিশনেই একাধিক ভালো ফুটবলার আছে। গতবারের চেয়ে এবারের দল আরও বেশি শক্তিশালী।"
দীর্ঘ দিন মাঠের বাইরে থাকার পর আবারও এটিকে মোহনবাগানের হয়ে নিজেকে প্রমাণ করতে মরিয়া প্রবীর। প্রস্তুতি নিয়ে তিনি বলেছেন, "প্রচন্ড খাটছি, আমার মত সবাই খাটছে। দারুণ প্র্যাকটিস হচ্ছে। এবার কিছুতেই ট্রফি হাতছাড়া করা যাবে না। অসুস্থতা ও চোট কাটিয়ে প্রায় চার মাস পর অনুশীলনে নেমেছি। তাই আমার কাছে এবারের প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। সুযোগ পেলে সেরাটা দেব।"
প্রথমে কেরালা ম্যাচ, আর তার পরেই কলকাতা ডার্বি। কি চলছে ফুটবলারদের মধ্যে? এই নিয়ে শুভাশিস বলেছেন, "আমাদের প্রথম লক্ষ্য কেরালা ব্লাস্টার্স ম্যাচ জেতা। গতবারের মত এবারও শুরুটা ভালো করতে হবে। তার পর ডার্বি নিয়ে ভাবব। ম্যাচ ধরে ধরে এগোনোই আমাদের লক্ষ্য। এবার শেষ চারে ওঠার অঙ্ক কষতে হবে।"
একই বিষয় নিয়ে প্রবীর বলেছেন, "এখন মাথায় শুধুই কেরালা ব্লাস্টার্স ম্যাচ। যে কোনও প্রতিযোগিতার প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। তারপর ম্যাচ ধরে ধরে এগোতে চাই। কেরালা ম্যাচ জেতার পর ডার্বি নিয়ে ভাবব।"