সুযোগ নষ্টের বহরে নর্থইস্টের বিরুদ্ধে পিছিয়ে থেকে জয় এটিকে মোহনবাগানের

নর্থইস্ট ইউনাইটেড এফসি - ২ (ভিপি সুহের, মাশুর শারিফ)
এটিকে মোহনবাগান - ৩ (লিস্টন কোলাসো, হুগো বৌমোস - ২)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কোচ বদল, বদল হল ভাগ্যের। আক্রমণাত্মক ফুটবল খেলে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে অবশেষে জয়ের রাস্তায় ফিরল এটিকে মোহনবাগান। জুয়ান ফেরান্ডোর অধীনে আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শন দেখা গেলেও ডিফেন্স সমস্যায় রয়েছেই।
দুই মিনিটের মাথায় বাঁদিক থেকে দুর্দান্ত বল পেয়ে হেডে গোল করেন ভিপি সুহের। এরপর এটিকে মোহনবাগান একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি। পাঁচ-ছয় গজ থেকে গোল করতে পারেননি মনবীররা। যদিও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নর্থইস্টের গোলকিপার মির্শাদ মিচুর মিসকিকে বল পান হুগো বৌমোস, তবে তা রিসিভ করতে না পারলে বল নেন রয় কৃষ্ণা, যিনি বক্সের ভিতর লব পাস দেন লিস্টন কোলাসোর উদ্দেশ্যে, যিনি গোল করতে কোনও ভুল করেননি।
এরপর দ্বিতীয়ার্ধে এটিকে মোহনবাগানের দাপট অব্যাহত ছিল, কিন্তু গোল করতেই পারছিল না। ৫৩ মিনিটে কোলাসোর আক্রমণ রুখে দিলেও সেটি ঠিক মত ক্লিয়ার করতে পারেননি নর্থইস্টের ডিফেন্ডাররা, সেখান থেকে শুভাশিস বোস বল বাড়ান হুগো বৌমোসের উদ্দেশ্যে, যিনি গোল করেন। এরপর ৭৬ মিনিটে জনি কাউকোর দুর্দান্ত থ্রু পাসে বল পেয়ে গোল করেন হুগো। যদিও শেষের দিকে গোল করে নর্থইস্ট। তবে শেষ অবধি জিতে যায় সবুজ-মেরুণ ব্রিগেড।