নৈহাটিতে ইনজুরি টাইমে জনি কাউকো হারাল মহামেডানকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক জনি কাউকোর জোড়া গোলে মহামেডানকে হারাল মোহনবাগান। নৈহাটি স্টেডিয়ামে মায়াবী পরিবেশ। কে বলবে শহর কলকাতা থেকে এতদূর। মোহনবাগান ও মহামেডান মুখোমুখি যখন পৃথিবীর যেকোনো প্রান্তে বড় ম্যাচের আবহ থাকবেই।
ম্যাচের প্রথমার্ধ মহামেডানের। অভিষেক হালদারের পেনাল্টি গোলে এগিয়ে ছিল তারা। প্রথমার্ধে মোহনবাগানে বিদেশি, বুমোস ও পোগবা। দ্বিতীয়ার্ধে কাউকো এবং ম্যাক হিউ। মহামেডানে নুরুদ্দিন ও অসুমানে। দ্বিতীয়ার্ধে নুরুদ্দিন উঠলেন। মোহনবাগান দ্বিতীয়ার্ধে পেনাল্টি গোল পেল ফারদিন আলীর সৌজন্যে। কাউকো গোল করতে ভুললেন না। দ্বিতীয়ার্ধে সবুজ মেরুন দলের হয়ে নামলেন, শুভাশীষ, আশিক, লিস্টনরা।
মহামেডান দুটি অর্ধে দুটি দল খেলাল। প্রথমার্ধে একাধিক গোল পেতে পারতো মহামেডান। দ্বিতীয়ার্ধে মোহনবাগান একাধিপত্য দেখাল।