লিস্টন-হুগো জুটির কামাল! মাজিয়াকে হারিয়ে শীর্ষস্থান কার্যত নিশ্চিত এটিকে মোহনবাগানের

মাজিয়া রিক্রিয়েশন এসসি - ১ (আইসাম ইব্রাহিম)
এটিকে মোহনবাগান এফসি - ৩ (লিস্টন কোলাসো, রয় কৃষ্ণা, মনবীর সিং)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মাজিয়ার বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুরন্ত জয় এটিকে মোহনবাগানের। এবং এই ম্যাচের বড় প্রাপ্তি নিঃসন্দেহে লিস্টন কোলাসো। রয় কৃষ্ণার সাথে দারুণ যুগলবন্দী তৈরি করে মাজিয়া ডিফেন্সকে নাড়িয়ে দিলেন। এবং সুপার সাব হুগো বৌমোস নিজের ছন্দময় স্কিলে ম্যাচ ঘুরিয়ে দিলেন।
শুরু থেকে মাজিয়া ডিফেন্সিভ হয়ে উঠেছিল। ৫ মিনিটে মনবীর সিং গোল করলেও তা অফ সাইড হয়। মিডফিল্ড ও আক্রমণে বল দিয়ে ফেলছিল মাজিয়ার ফুটবলাররা, যার ফায়দা তুলেছে হাবাসের ছেলেরা। তবে এটিকে মোহনবাগানের আক্রমণের মাঝেই দারুণ কাউন্টার অ্যাটাকে গোল করে মাজিয়া। কর্নেলিয়াস স্টুয়ার্ট নিজেদের বক্স থেকে বল নিয়ে গিয়ে পাস বাড়ান আইসাম ইব্রাহিমের কাছে, যিনি সহজেই গোল করে দেন।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে সবুজ-মেরুণ ব্রিগেড। ৪৮ মিনিটে পরিবর্ত হিসেবে নামা আশুতোষ মেহতার ক্রসে দারুণ হেড করে গোল করেন লিস্টন কোলাসো। এরপর পরিবর্ত হিসেবে হুগো বৌমোস নামার পরেই খেলা ঘুরে যায় এটিকে মোহনবাগানের। ৬৪ মিনিটে হুগোর পাসে মাজিয়ার আগুয়ান গোলকিপারের উপর দিয়ে চিপ করতে যান লিস্টন, কিন্তু তা রিবাউন্ড হয়ে পড়ে রয় কৃষ্ণার উপর, যিনি গোল করতে কোনও ভুল করেননি।
এরপর ৭৭ মিনিটে আবারও হুগোর পাস, এবার গোল করেন মনবীর সিং। আর ম্যাচের শেষ অবধি দাপট দেখিয়ে জয় হাসিল করল এটিকে মোহনবাগান। শেষ ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ড্র করলেই শীর্ষস্থানে থেকে পরের রাউন্ডে যেতে পারবে এটিকে মোহনবাগান।