রয়-বৌমোস হিট! কেরালাকে হারিয়ে দারুণ শুরু এটিকে মোহনবাগানের

এটিকে মোহনবাগান - ৪ (হুগো বৌমোস - ২, রয় কৃষ্ণা - পেনাল্টি, লিস্টন কোলাসো)
কেরালা ব্লাস্টার্স - ২ (সাহাল আব্দুল সামাদ, জর্জে পেরেইরা ডিয়াজ)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মরশুমের দারুণ শুরু করল এটিকে মোহনবাগান। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলের প্রথম ম্যাচে দারুণ আক্রমণের বহর দেখালেন রয় কৃষ্ণা ও হুগো বৌমোস। যদিও কেরালা বেশ লড়াই দেখিয়েছে, তবে শেষ অবধি জয় লাভ করল মেরিনার্সরা।
শুরুর দুই মিনিটেই এগিয়ে যায় এটিকে মোহনবাগান। কর্নার থেকে হুগো বৌমোস বল পেয়ে সেটি শট মারেন, আর তা গোল হয়। যদিও রয় কৃষ্ণা অফসাইড পজিশনে থাকায় সেটি নিয়ে আলোচনা হয়েছে। তবে ২৪ মিনিটে রাহুল কেপির দুরন্ত ক্রসে চেস্ট ট্র্যাপ করে দারুণ প্লেসিং করেন সাহাল আব্দুল সামাদ।
এরপর ২৭ মিনিটে গোলকিপার আলবিনো গোমস পেনাল্টি দেন, আর তা থেকে গোল করে রয় কৃষ্ণা। এরপর ৩৯ মিনিটে কেরালার ডিফেন্ডার বিজয় ভার্গেসের ভুলে হুগো বৌমোস বল পেয়ে দারুণ গোল করেন। ফলে প্রথমার্ধেই অ্যাডভান্টেজ পেয়ে যায় এটিকে মোহনবাগান।
এদিকে দ্বিতীয়ার্ধে আক্রমণের বহর আনে দুই দল। ৫০ মিনিটে রয় কৃষ্ণার পাসে লিস্টন কোলাসো দুর্দান্ত বাঁক খাওয়ানো শটে গোল করেন। এরপর কেরালা আক্রমণের চেষ্টা করে বারবার। কিন্তু এটিকে মোহনবাগানের কাছে ফাইনাল থার্ডে আটকে যাচ্ছিল। যদিও ৬৯ মিনিটে থ্রু পাস থেকে গোল করেন জর্জে পেরেইরা ডিয়াজ।
যদিও এই ম্যাচে এটিকে মোহনবাগানের আক্রমণ ভালো ছিল, তবে রক্ষণ কিছুটা চাপ তৈরি করেছে। ফলে এটি নিয়ে ভাবতে হবে কোচ আন্তোনিও হাবাসের।