সুযোগ নষ্টের বহরে হুগোর গোলে জামসেদপুরের বিরুদ্ধে জয় এটিকে মোহনবাগানের

এটিকে মোহনবাগান - ১ (হুগো বুমোস - পেনাল্টি)
জামসেদপুর এফসি - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও অন্তিম সময়ের গোলে তিন পয়েন্ট হাসিল করল এটিকে মোহনবাগান। তুলনামূলক একটি নীরস ম্যাচে হুগো বুমোসের পেনাল্টিতে জয় পেল সবুজ-মেরুণ ব্রিগেড।
শুরুর দিকে এটিকে মোহনবাগান আক্রমণে ভালোই অগ্রসর হয়েছিল। হুগো বুমোসের নেতৃত্বে লিস্টন কোলাসো ও আশিক কুরুনিয়ন বেশ কয়েকবার জামসেদপুরের বক্সে ঢুকে পড়েছিল, কিন্তু গোলমুখ খুলতে পারেনি।
তবে ধীরে ধীরে জামসেদপুর খেলা ধরে নেয়। সারপ্রাইজ প্যাকেজ রাফায়েল ক্রিভেয়ারো নিজের স্কিলের ঝলক দেখান। এদিকে ঋত্বিক দাস ও রিকি লালাউমাউমা বামদিক থেকে বেশ কয়েকবার বিপদ তৈরি করে সবুজ-মেরুণ রক্ষণে। যদিও শেষের দিকে জামসেদপুর বক্সে প্রীতম কোটালের একটি শট জেয় এমানুয়েল থমাসের হাতে লাগে, কিন্তু রেফারি সেটি পেনাল্টি দেননি। শেষ অবধি গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।
এদিকে দ্বিতীয়ার্ধে খেলা আরও ঝিমিয়ে যায়। মিসপাসিং ও সুযোগ নষ্টের বহর দেখায় দুই দলই। তবে ৮৮ মিনিটে পড়ে পাওয়া চোদ্দ আনার মত পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। কিয়ান নাসিরিকে বক্সের মধ্যে ফেলে দেন পিটার হার্টলি। এর জেরে লাইন্সম্যানের সাথে কথা বলে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। আর এরই সাথে লাল কার্ড দেখেন হার্টলি।
এবং বড় সুযোগ পেয়ে হাতছাড়া করেননি হুগো বুমোস। বিশাল যাদবকে পরাস্ত করে পেনাল্টিতে গোল করেন হুগো। এরপর জামসেদপুর সমতায় ফেরার মরিয়া চেষ্টা করে। শেষ অবধি নির্ধারিত সময়ের শেষের দিকে গোল করে মূল্যবান তিন পয়েন্ট তুলে নেয় এটিকে মোহনবাগান।