বেঙ্গালুরুর জঘন্য ডিফেন্ডিংয়ের ফায়দা তুলল এটিকে মোহনবাগান, দুরন্ত হুগো-শুভাশিসরা

এটিকে মোহনবাগান - ২ (রয় কৃষ্ণা, শুভাশিস বোস)
বেঙ্গালুরু এফসি - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইএসএলের সেই খেলাই যেন ফুটে উঠল এএফসি কাপেও। সেই একই খেলার স্টাইল, সেই একই দাপট, সেই একই মেজাজ। নব ধাঁচে গড়ে ওঠা বেঙ্গালুরু এফসিকে হারিয়ে এএফসি কাপ অভিযান শুরু করল এটিকে মোহনবাগান।
৩৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন এটিকে মোহনবাগানের ভরসা রয় কৃষ্ণা। হুগো বৌমোসের কর্নার থেকে শুভাশিস বোস হেড করেন গোলের দিকে, আর সেই বল পেয়ে গোল করেন ফিজির এই তারকা। এরপর ৪৬ মিনিটে ডেভিড উইলিয়ামসের পাসে ডিফেন্ডারদের কাটিয়ে বাঁক খাওয়ানো শটে দ্বিতীয় গোল তুলে নেন শুভাশিস বোস। তবে অসাধারণ ফুটবল খেলেন হুগো বৌমোস। দারুণ স্কিল ও ফুটবল বুদ্ধিতে বেঙ্গালুরুর ডিফেন্ডারদের সাথে ছেলেখেলা করেছেন হুগো।
একাধিক নয়া খেলোয়াড় ও নয়া কোচ আনলেও বেঙ্গালুরু এফসির খেলায় কোনও ঝাঁঝই ছিল না। বল পজেশন বেশি থাকলেও ফাইনাল থার্ডে সেভাবে আক্রমণই করতে পারেনি মার্কো পেজ্জাউলির ছেলেরা। সুনীল ছেত্রীকে বড্ড বেশি ক্লান্ত দেখাচ্ছিল এই ম্যাচে।