সিএফএলের যোগ্যতা অর্জন নক আউটের সূচিতে রয়েছে এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গলের নাম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন এ এর গ্রুপ পর্বের খেলা কার্যত শেষের দিকে। যোগ্যতা অর্জনের জন্য নক আউট পর্বে কোন দল খেলবে, তাও চুড়ান্ত হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এখনও অবধি নিশ্চয়তা এল না, এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল এই ঐতিহ্যশালী লিগ খেলবে কিনা!
এই পরিস্থিতিতে এবার কোয়ালিফায়ার নক আউট পর্বের জন্য সূচি ঘোষণা করল আইএফএ। মোট দুটি কোয়ালিফায়ার গ্রুপ খেলা হবে, যা ২৮ সেপ্টেম্বর আয়োজিত হবে। এই দুই কোয়ালিফায়ারের জয়ীরা একে অপরের মুখোমুখি হবে আগামী ৩০ সেপ্টেম্বর।
প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান ও মহমেডান স্পোর্টিং ক্লাব, আর দ্বিতীয় খেলা হবে টালিগঞ্জ অগ্রগামী ও সাদার্ন সমিতির মধ্যে। এটিকে মোহনবাগান ও মহমেডান ম্যাচের সময় ও স্থান নির্ধারণ করা হয়নি, এদিকে টালিগঞ্জ-সাদার্ন ম্যাচটি হবে কল্যাণী স্টেডিয়ামে দুপুর দুটোয়।
এদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এরিয়ান ক্লাব ও এসসি ইস্টবেঙ্গল। আর দ্বিতীয় ম্যাচে নামবে রেলওয়ে ফুটবল ক্লাব ও খিদিরপুর স্পোর্টিং ক্লাব। রেলওয়ে-খিদিরপুর ম্যাচটি হবে নৈহাটি স্টেডিয়ামে দুপুর দুটোয়। আর ইস্টবেঙ্গল-এরিয়ান ম্যাচের সময় ও স্থান নির্ধারণ করা হয়নি।