কোপা ডেল রেতেও চরম ব্যর্থতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে হার বার্সিলোনার

অ্যাটলেটিক বিলবাও - ৩ (ইকের মুনাইন - ২ (পেনাল্টি -১), ইনিগো মার্টিনেজ)
এফসি বার্সিলোনা - (ফেরান টোরেস, পেদ্রি)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কোপা ডেল রে এর রাউন্ড অফ ১৬ পর্বে অতিরিক্ত সময়ের গোলে হারল এফসি বার্সিলোনা।
অ্যাটলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ৩-২ গোলে হারে এফসি বার্সিলোনা। দুই মিনিটের মাথায় বিলবাওকে এগিয়ে দেন ইকের মুনাইন। এরপর ২০ মিনিটে বার্সিলোনার হয়ে নিজের প্রথম গোল করেন সদ্য যোগ দেওয়া ফেরান টোরেস। এরপর ৮৬ মিনিটে বিলবাওকে আবারও এগিয়ে দেন ইনিগো মার্টিনেজ।
তবে ইঞ্জুরি টাইমে গোল শোধ করে দেন পেদ্রি। যার জেরে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে গড়ায় খেলাটি। এরপর ১০৪ মিনিটে নিকো উইলিয়ামসের ক্রস জর্ডি আলবার হাতে লাগার অভিযোগ করেন বিলবাওয়ের খেলোয়াড়রা। যা ভিএআরে নিশ্চিত হয়ে বিলবাওয়ের জন্য পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে বিলবাওকে জয় এনে দেন ইকের মুনাইন।
আর এর জেরে কোপা ডেল রে থেকে ছিটকে গেল এফসি বার্সিলোনা। এবং তাদের হতাশাজনক মরশুম অব্যাহত রয়েছে। লা লিগায় অনেকটাই পিছিয়ে বার্সা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ থেকে বিদায় আগেই হয়েছিল - এবার কোপা ডেল রে তেও একই অবস্থা। এখন কেবল ইউরোপা লিগই বার্সিলোনার খেতাব জয়ের শেষ আশা।