করোনা সংক্রমণ সত্ত্বেও আপাতত পিছোচ্ছে না আইএসএল! এটিকে মোহনবাগানের ক্ষেত্রে ব্যতিক্রম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইলিগের মত এবার আইএসএলেও করোনা সংক্রমণ। আক্রান্ত হয়েছেন এটিকে মোহনবাগানের ছয় তারকা ফুটবলার সহ দুইজন সাপোর্ট স্টাফ। এর জেরে প্রশ্ন উঠেছে, আইলিগের মতই কি স্থগিত হয়ে যাবে আইএসএল?
যা খবর, তাতে স্বস্তি আসতে পারে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য। জানা গিয়েছে, আপাতত আইএসএল স্থগিত করার পরিকল্পনায় নেই আয়োজকরা। সূচি অনুযায়ীই চলবে বাকি ম্যাচগুলি। তবে করোনা পরিস্থিতি আরও বড় হলে সেক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন আয়োজকরা।
তবে যেহেতু এটিকে মোহনবাগানের পরিস্থিতি খারাপ, সেক্ষেত্রে তাদের দুটি ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতিমধ্যেই শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচটি স্থগিত হয়েছে, এবার আগামী ১৫ জানুয়ারি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচটিও স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও কবে এই ম্যাচগুলি আয়োজিত হবে, সে নিয়ে আপডেট দেয়নি আয়োজকরা।