কলকাতায় খেলার অভিজ্ঞতাকে স্বপ্নের সাথে তুলনা করলেন নয়া মেরিনার আশিক কুরুনিয়ন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সাড়া জাগিয়ে এটিকে মোহনবাগানে সই করেছেন তারকা ভারতীয় উইঙ্গার আশিক কুরুনিয়ন। সদ্য এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত পারফর্ম করেন আশিক, এবং এই ফর্ম ধরে রাখলে এটিকে মোহনবাগানকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবেন, এমনটাই আশা করা যায়।
এবং এটিকে মোহনবাগানের হয়ে খেলতে মুখিয়ে রয়েছেন আশিক। লিস্টন কোলাসো ও মনবীর সিংয়ের সাথে জুটি গড়তে, ডুরান্ড, আইএসএল ও সুপার কাপে ভালো পারফর্মেন্স - সব কিছু নিয়ে কথা বলেছেন আশিক।
আইএসএল মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আশিক বলেছেন, "যতদুর আমি জানি, আমাদের সুপার কাপ ও ডুরান্ড কাপ রয়েছে আইএসএলের পরেই। মরশুম দীর্ঘায়িত হওয়ার কারণে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা থাকবে। আমাদের ম্যাচের মাঝে অনেক সময় থাকবে। ফলে, সুস্থ হওয়ার সুযোগ থাকবে। প্রত্যেক খেলোয়াড়ই ফিট থাকবেন এবং খেলোয়াড়রা আরও বেশি ম্যাচ টাইম পাওয়ার সুযোগ পাবেন।"
এরপর আশিক বলেন, "যেহেতু এই মরশুমের শেষে এএফসি কাপের ম্যাচ হবে, সেই কারণে খেলোয়াড়রা দুর্দান্ত ফর্মে থাকবেন। আমরা পুরো ফিট থাকব এবং আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য মুখিয়ে থাকব। ফলে ভারতীয় ফুটবলে দীর্ঘায়িত মরশুম সব সময় ভালো ভারতীয় ফুটবলারদের উন্নতির জন্য।"
সদ্য এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে নিজের অভিজ্ঞতা নিয়ে আশিক বলেছেন, "অসাধারণ, মনে হচ্ছিল যেন স্বপ্ন। জাতীয় দলের জার্সিটি পড়লেই অসাধারণ অনুভূতি হয়। স্টেডিয়ামে ভর্তি সমর্থক ছিল, জাতীয় পতাকা উড়ছিল, আর তাদের সমর্থন ও উদ্দীপনা আমাদের অনেক শক্তি যুগিয়েছে।"
"যারা সেই দিনগুলিতে ম্যাচ দেখেছে তারা জানে যে আমরা আমাদের সেরাটা করেছি। আমরা প্রতিটি ম্যাচ খেলেছি জেতার মানসিকতা নিয়ে। সমর্থকদের পাশে থাকাটা বড় বোনাস ছিল।"