বিশ্বকাপ শেষ হতেই এই পর্তুগীজ তারকা ফুটবলার নিয়ে লড়াই শুরু আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফুটবল বিশ্বকাপ শুরুর ঠিক আগেই পর্তুগাল তথা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে ইংল্যান্ডের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিবাদ ঘটে এবং ফলস্বরূপ মাঝ মরশুমেই চুক্তি ভঙ্গ যায়।
বিশ্বকাপ শেষ হতেই এবার রোনাল্ডোর বদলি খুঁজতে বাজারে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবং খবর অনুযায়ী ইউনাইটেড বোর্ড পর্তুগীজের বদলি হিসাবে একজন পর্তুগীজের কথাই ভাবছেন। ম্যানচেস্টার ইউনাইটেড ভবিষ্যতের কথা মাথায় রেখে ২৩ বছর বয়সী জোয়াও ফেলিক্সকে নেওয়ার পরিকল্পনা করছে।
তবে ফেলিক্সকে পাওয়া এত সহজ হবেনা। ফেলিক্সের চুক্তি স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে শীঘ্রই শেষ হয়ে যাবে। ফলে বড় বড় ফুটবল ক্লাব গুলি আসন্ন ট্রান্সফার উইন্ডোয় তাঁকে অফার করবে বলে মনে করা হচ্ছে। বিশেষত মিকেল আর্তেতার আর্সেনাল ফেলিক্সের জন্য ঝাপাবে বলে অনুমান করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
আর্সেনালের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস বিশ্বকাপ চলাকালিন হাঁটুতে চোট পান। এই চোট সারিয়ে মাঠে ফিরতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানা গেছে। জেসুসকে হারিয়ে আর্তেতা চাইছেন জোয়াও ফেলিক্সকে তাঁর দলের আক্রমণ ভাগে খেলানোর।
ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিশ্চিয়ানো হোক কিংবা আর্সেনালের জেসুস তরুণ ফেলিক্স ইপিএলে এলে বড় দায়িত্ব নিতে হবে।