খেলোয়াড় সহ কোচ বদলের ডাক ইস্টবেঙ্গল ও ইমামি কর্তৃপক্ষের!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টানা আটটি বড় ম্যাচে হার ইস্টবেঙ্গলের। রবিবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ০-২ ফলে হেরে আইএসএলে দশম স্থানে শেষ করল লাল-হলুদ ব্রিগেড। এই ব্যর্থতার পরে কি দলে কোনও পরিবর্তন হবে না?
এই নিয়ে এবার বড় বার্তা দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস। ইস্টবেঙ্গল ক্লাবকর্তাদের অনেকেই ছিলেন না, কিন্তু ছিল ইমামি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। তাদের সাথেই ইস্টবেঙ্গলের ব্যর্থতা নিয়ে কথা বলেছেন ক্রীড়ামন্ত্রী। আর সেই আলোচনায় উঠে এল কোচ বদলের প্রসঙ্গ।
এই নিয়ে অরুপ বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, "ম্যাচের পর ইমামির কর্তাদের সাথে আমাদের কথা হয়েছে। ওনারাও চাইছেন পরের মরশুম থেকে খেলোয়াড়, বিদেশী ও কোচ পরিবর্তন করতে।"
এদিকে ইস্টবেঙ্গলের এই হতাশাজনক পারফর্মেন্স নিয়ে কি মনে করছেন ইমামি ইস্টবেঙ্গলের সিইও নম্রতা পারেখ! পরিবর্তনের কথা শোনা গেল নম্রতার মুখেও।
সব মিলিয়ে, এবারের আইএসএলের ব্যর্থতা হয়ত চোখ খুলে দিল ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। কিন্তু সেটি শুধরানোর ব্যবস্থা কি আদৌ হবে? ভরসা রাখতে পারছে না লাল-হলুদ জনতা।