ব্যর্থতার দায়ভার নিয়ে এসসি ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব ছাড়লেন অরিন্দম ভট্টাচার্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমে হতাশাজনক পারফর্ম করেই চলেছে এসসি ইস্টবেঙ্গল। আইএসএলে একটিও জয় নেই, লিগ টেবিলে একেবারে শেষে ধুঁকছে লাল-হলুদ ব্রিগেড।
এর জেরে স্বাভাবিকভাবে এই ব্যর্থতার দায়ভারের বড় অংশ পড়ছে অধিনায়ক অরিন্দম ভট্টাচার্যের উপর। এবং ব্যর্থতার দায়িত্ব নিয়েই এবার চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিলেন তারকা এই বাঙালি গোলকিপার।
নিজের সোশ্যাল মিডিয়ায় অরিন্দম জানিয়েছেন, এসসি ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব ছাড়ছেন তিনি। এই নিয়ে অরিন্দম লিখেছেন, "আমি সব সময় নিজের খেলার প্রতি সৎ থেকেছি। এবং বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আমি রয়েছি, সেই কারণে আমি এসসি ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব থেকে অব্যাহতি নিলাম।"
এরপর ইস্টবেঙ্গলের প্রতি নিজের দায়িত্বশীলতা দেখিয়ে অরিন্দম বলেছেন, "বরাবরের মতই, আমি এই ক্লাব, এই জার্সি এবং সমর্থকদের জন্য নিজের সর্বস্ব দেব। মাঠে নিজের শতভাগটা দেব। এবং মাঠের বাইরে থাকলেও জেতার জন্য সবরকম সাহায্য করব। এই মরশুমটিকে যতটা সফলভাবে শেষ করা যায়, তা করতে হবে।"
এটিকে মোহনবাগান থেকে বেরিয়ে আসার পর একাধিক ক্লাব অফার করেছিল গত মরশুমের সেরা গোলকিপারকে। কিন্তু অরিন্দম ভট্টাচার্যকে শেষ অবধি সই করিয়েছে এসসি ইস্টবেঙ্গল, দিয়েছিল ক্যাপ্টেন্স আর্মব্যান্ড। তবে অরিন্দমের নেতৃত্বে কার্যত হতাশাই এনেছে এই লাল-হলুদ ব্রিগেড।