নাসাফের বিরুদ্ধে হারের পর পুরোনো কোচের পাশে দাঁড়ালেন অরিন্দম ভট্টাচার্য, কি বললেন দেখুন…

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার উজবেকিস্তানে এএফসি কাপ ইন্টার জোনাল সেমি ফাইনালে লজ্জার হারের সম্মুখীন হয় এটিকে মোহনবাগান। উজবেক ক্লাব এফসি নাসাফের কাছে ০-৬ গোলে হারে মেরিনার্সরা। আর এর জেরে কড়া সমালোচনার মুখে পড়তে হচ্ছে আইএসএলের সব থেকে সফল কোচ তথা তিনবারের বিজয়ী আন্তোনিও হাবাসকে।
অনেকেই মনে করছেন, অত্যন্ত বেশিই গুরুত্ব দেওয়া হয়েছে হাবাসকে। আর এরকমই একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কর্তা নবাব ভট্টাচার্য। ম্যাচের পর নিজের ফেসবুকে তিনি লেখেন, "ওভারহাইপড কোচ"। বুঝতে অসুবিধা হয়নি, পোস্টটি হাবাসের উদ্দেশ্যেই করা।
এই পোস্টের কমেন্টে অনেকে অনেকরকম মন্তব্য করলেও একটি বিশেষ মন্তব্য চোখে পড়ে, যা হল এসসি ইস্টবেঙ্গলের গোলকিপার অরিন্দম ভট্টাচার্যের। হাবাসের অধীনে আড়াই বছর কাটানোর জেরে স্প্যানিশ কোচকে ভালোমতই জানেন অরিন্দম। আর সেই কারণে নিজের প্রাক্তন কোচকে ডিফেন্ড করলেন অরিন্দম।
নবাব ভট্টাচার্যের পোস্টের কমেন্টে অরিন্দম লেখেন, "খুবই সহজ এটা বলা যখন একটি দল হেরে যায়। এছাড়াও এটা কলকাতা লিগ নয় নবাবদা।"
এদিকে এই পোস্টে কমেন্ট করেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ এলকো শাটোরিও। মোট দুটি কমেন্ট করেন তিনি। যেখানে তিনি লেখেন, "আমি বোধহয় আন্ডারহাইপড", যার জবাবে নবাব বাবু লেখেন, "অবশ্যই। তিন ডিফেন্ডার নিয়ে খেলা এবং ঐতিহাসিক লং বল ফুটবল। ভগবান এদের মঙ্গল করুন।"
আর তারপর আরও একটি কমেন্টে শাটোরি লেখেন, "আমি ওনাকে দুই বার হারিয়েছি। আমি আইএসএলের ঐ মরশুমের একমাত্র কোচ ছিলাম যেবার এটিকে চ্যাম্পিয়ন হয়েছিল এবং ওদের দুই বার হারিয়েছিলাম।" বলা বাহুল্য, ২০১৯-২০ মরশুমে কেরালা ব্লাস্টার্স দুইবারই হারিয়েছিল সেবারের চ্যাম্পিয়ন এটিকে-কে। আর সেই সময় কেরালার কোচ ছিলেন শাটোরি।