স্বপ্নপূরণের পর প্রথম জন্মদিনে বিশ্বজুড়ে সেলিব্রেশন, ৩৬ বছরে পা দিলেন লিও মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: সাল ১৯৮৭, তারিখ ২৪ জুন। আর্জেন্তিনার রোজারিওতে জন্মানো ছোট্ট ছেলেটা পায়ের সমস্যার জন্য বছরে পর বছর ভুগেছিল। মাত্র ১১ বছর বয়সে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি (হরমোনের প্রভাবে শরীরের স্বাভাবিক বৃদ্ধি থেমে যাওয়া) ধরা পড়েছিল। রাতের পর রাত পায়ের মধ্যে সূঁচ ফুটিয়ে চিকিৎসা হয়েছে। তিন বছর এভাবেই চলেছিল। পিট্যুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের তারতম্যের জন্য তাঁর শারীরিক বৃদ্ধি থেমেছিল একটা সময়। দীর্ঘ চিকিৎসার পর বাচ্চাটা সেরে ওঠে ঠিকই। কিন্তু পরে তাঁর ওই পা-ই গোটা বিশ্বকে চমকে দিল। বাঁ-পায়ের জাদুকরকে গোটা পৃথিবী চেনে লিওনেল মেসি নামে। আজ ৩৬ বছরে পা দিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিও মেসি।
২০০০ সালে বার্সেলোনায় আসা। যুব দল পেরিয়ে ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নাম লেখান বার্সেলোনার সিনিয়র দলে। তারপর টানা ২ দশক ধরে পুরো ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছেন এই আর্জেন্টাইন তারকা। নিজের ক্লাব ফুটবল কেরিয়ারে বার্সেলোনার হয়ে ৭৭৮টি ম্যাচে ৬৭২ গোল আর পিএসজির হয়ে ৭৫ ম্যাচে ৩২ গোল করেছেন মেসি।
আরও পড়ুন: চেতেশ্বর পুজারাকে কেন বলির পাঁঠা করা হল? ক্ষোভপ্রকাশ সুনীল গাভাস্কারের
আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে ১০৭৫ ম্যাচে এখনও ১০৩ টি গোল রয়েছে তাঁর। ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে ১০২৮ ম্যাচে এখনও ৮০৭ গোলের মালিক মেসি। বার্সেলোনার হয়ে মেসি ক্লাবের ইতিহাসে সর্বাধিক ৩৫ টি ট্রফি জয়ী খেলোয়াড়।
এরপরই দীর্ঘ দিনের খরা কাটিয়ে ২০২১ সালে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বপ্নপূরণ হয় মেসির। কোপা আমেরিকা জেতেন মেসি। তারপর ২০২২ সালে ফিনালিসিমা। অবশেষে ২০২২ সালের ডিসেম্বর মাসে আসে সেই চির প্রতীক্ষিত রাত। কাতার বিশ্বকাপ জিতে নিজের সবথেকে বড় স্বপ্নটা পূরণ করেন মেসি। এটাই বিশ্বজয়ী হওয়ার পর তাঁর প্রথম জন্মদিন। এবারের জন্মদিনটা শুধু মেসির কাছেই নয়, বিশ্ব জুড়ে কোটি কোটি সমর্থকদের কাছে স্পেশাল। তাই স্পেশালভাবেই জন্মদিনের রাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন লিও মেসি।