কলকাতা সফরে মোহনবাগান দর্শনে আসতে চলেছেন এমি মার্টিনেজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের অন্যতম কান্ডারি এমিলিয়ানো মার্টিনেজ আসতে চলেছেন কলকাতায়। ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তর উদ্যোগে যদি সব ঠিকঠাক থাকে, আগামী জুন মাসের তৃতীয় সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহে তিলোত্তমায় আসতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার।
যা সম্ভাবনা, কলকাতা সফরে এসে মোহনবাগান ক্লাবে আসতে পারেন মার্টিনেজ। এমনই পরিকল্পনা করা হচ্ছে। তবে যেহেতু তিনি বর্তমানে খেলছেন, ফলে কোনও প্রীতি ম্যাচে তিনি খেলবেন না।
এদিকে রিষড়াতেও আসতে পারেন এমি মার্টিনেজ, এমনটাই জানিয়েছেন শতদ্রু দত্ত। পাশাপাশি কলকাতায় চ্যারিটির কিছু অনুষ্ঠানে থাকবেন মার্টিনেজ। পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জন্য বিশেষ জার্সি আনবেন মার্টিনেজ।
এর আগে একাধিক সুপারস্টার ও কিংবদন্তি ফুটবলার এসেছেন কলকাতায়। কিন্তু বিশ্বকাপ জেতার পরপরই কলকাতায় এই প্রথম আসছেন এমিলিয়ানো মার্টিনেজ।