ফুটবল বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, সর্বোচ্চ গোলদাতা মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ কাতারের মাটিতে ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর ১২ দিন। একে একে অংশ গ্রহণ কারী সব দেশ তাদের ২৬ জনের প্রধান দল ঘোষণা শুরু করেছে। এরই মধ্যে গেমিং সংস্থা ইএ স্পোর্টস একটি তথ্য প্রকাশ করেছে, যা দেখলে আনন্দে মেতে উঠবেন আর্জেন্টিনার সমর্থকেরা।
প্রসঙ্গত প্রত্যেক ফুটবল বিশ্বকাপের আগেই ইএ স্পোর্টস সংস্থা তাদের ফিফা গেমে বিশ্বকাপ সিমুলেশন করে। অর্থাৎ গেমটি স্বয়ংক্রিয় ভাবে বিশ্বকাপের সব ম্যাচের ফলাফল বের করে এবং এভাবেই কোন দেশ বিশ্বকাপ জিতবে তা জানায়।
এই সিমুলেশনেই বিশ্বকাপ জয়ী হয়েছে লিওনেল মেসির দেশ। শুধু তাই নয় বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও হবেন মেসি এমনটাই জানা গেছে।
আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনালে খেলবে ব্রাজিল। এবং সেমি ফাইনালের বাকি দুই দেশ হবে ফ্রান্স ও পর্তুগাল।
এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে যে ইএ স্পোর্টসের এই অনুমান গত তিনটি বিশ্বকাপে সঠিক প্রমাণিত হয়েছে। অর্থাৎ ২০১০, ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপের বিজেতার নাম আগেই জানিয়ে দিয়েছিল এই সংস্থা।
এই তথ্য প্রকাশের পর দিয়েই স্বপ্ন দেখা শুরু আর্জেন্টিনা সমর্থকদের। গত তিনবারের মতো এই বিশ্বকাপেও সঠিক বিজেতার নাম কি জানালো ইএ স্পোর্টস? তা জানতে অপেক্ষা করতেই হবে ১৮ই ডিসেম্বর, ২০২২ পর্যন্ত।