ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামার আগে কি দলগঠনে বিশেষ পরিবর্তন করবে আর্জেন্টিনা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ ২০২২ এর সেমি ফাইনালে নামছে আর্জেন্টিনা। এবং এই ম্যাচের জন্য কি কোনও বিশেষ পরিকল্পনা আনতে পারে আর্জেন্টিনা? হেড কোচ লিওনেল স্কালোনি ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে জানান, দলের খেলায় কোনও পরিবর্তন হবে না।
কিন্তু দলগঠনে কি পরিবর্তন হতে পারে? প্রথম একাদশে কি আসবেন তারকা উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া? এই সমস্ত প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে।
সোমবার আর্জেন্টিনার শেষ অনুশীলন পর্বে দেখা যায়, স্কালোনির ট্যাকটিকাল ক্লাসে অংশ নিয়েছিলেন ডি মারিয়া। তবে যা খবর, ৬০ মিনিট খেলার মত ফিট রয়েছেন তিনি। ফলে ডি মারিয়াকে দিয়ে শুরু করবেন কিনা স্কালোনি, সেটি এখনও সময়সাপেক্ষ।
এদিকে কার্ড সমস্যায় সাসপেন্ড থাকা গোঞ্জালো মন্টিয়েলের জায়গায় খেলতে পারেন নিকোলাস ট্যাগলিয়াফিকো। এছাড়া মার্কোস আকুনার জায়গায় কাকে খেলানো উচিত, সে নিয়ে দ্বিধাভক্ত হতেই পারে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।
এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ডিফেন্ডারের ভাবনা থেকে সরে চার মিডফিল্ডার খেলানোর পরিকল্পনা করছেন স্কালোনি। সেক্ষেত্রে লিয়ান্দ্রো পারেদেস শুরু করতে পারেন আর্জেন্টিনার হয়ে, যদি না ডি মারিয়া খেলেন। সেক্ষেত্রে এনজো ফার্নান্ডেজের ভূমিকা অনেক বেশি আক্রমণাত্মক হবে।
এবং ফরোয়ার্ড লাইনে যথারীতি শুরু করবেন লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ। ফলে চিরাচরিত ৪-৪-২ ফর্মেশনে খেলতে পারে আর্জেন্টিনা।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ -
এমিলিয়ানো মার্টিনেজ (গোলকিপার), নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস ট্যাগলিয়াফিকো, রড্রিগো ডি পল, এনজো ফার্নান্ডেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া / লিয়ান্দ্রো পারেদেস, লিওনেল মেসি (গোলকিপার) ও জুলিয়ান আলভারেজ।