বিশ্বকাপ জয়ের পর এমবাপ্পে ও সাংবাদিকদের উদ্দেশ্যে কটুক্তি আর্জেন্টিনা দলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আর এই জয়ের ফলে স্বাভাবিকভাবেই উন্মাদনা চরমে ওঠে আর্জেন্টিনার খেলোয়াড়দের। মাঠে ও ড্রেসিংরুমে উল্লাস চলছিলই। কিন্তু এরই মাঝে কিছু অপ্রীতিকর কান্ড ঘটায় আর্জেন্টিনার খেলোয়াড়রা, যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের হয়ে অনবদ্য লড়াই করেছেন কিলিয়ান এমবাপ্পে। হ্যাটট্রিক করার পাশাপাশি পেনাল্টি শুটআউটেও গোল করেছেন। তবুও দলকে জেতাতে পারেননি। এবং ম্যাচের পর মাঠে হতাশ হয়ে বসে থাকা এমবাপ্পেকে সহমর্মিতা জানান গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ সহ আর্জেন্টিনার ফুটবলাররা।
কিন্তু ড্রেসিংরুমে যেতেই এমবাপ্পের উদ্দেশ্যে কটুক্তির গান গাইতে শুরু করে আর্জেন্টিনা দল। এমি মার্টিনেজের নেতৃত্বে এমবাপ্পের জন্য এক মিনিট নীরবতা পালনের জন্য গান গাইতে শুরু করেন খেলোয়াড়রা।
কিন্তু এমনটা কেন করল তারা? এর জন্য পিছিয়ে যেতে হবে সাত মাস আগে, যেখানে এক সাক্ষাৎকারে এমবাপ্পে জানিয়েছিলেন, ফুটবলগত দিক থেকে ইউরোপের থেকে কিছুটা নিম্নমানের দক্ষিণ আমেরিকান ফুটবল। আর সেই সময়েই এমবাপ্পের এই বক্তব্যের প্রতিবাদ জানান এমি মার্টিনেজ।
শুধু তাই নয়, ম্যাচের পর স্টেডিয়ামের ভিতরে সকলে মিলে স্প্যানিশ ভাষায় সাংবাদিকদের উদ্দেশ্যেও কটুক্তি করেন আর্জেন্টিনার ফুটবলাররা। মেসি সহ ফুটবলাররা স্লোগান দেন, "I don’t care what the f*g journalists say"। আর সেই স্লোগান চলছে একেবারে সাংবাদিকদের সামনেই। বিশেষ করে ব্রাজিলিয়ান সাংবাদিকদের উদ্দেশ্যে স্লোগান আরও জোরালো হয়েছে আর্জেন্টিনা দলের। সেই কারণে ম্যাচের পর সাংবাদিক বৈঠকেও হাজির হননি ব্রাজিল সাংবাদিকরা।