বিশ্বজয়ের পর ভারত ও বাংলাদেশকে ধন্যবাদ জানাল আর্জেন্টিনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। আর এই জয়ের পর লুসাইলের ৮০ হাজার আর্জেন্টাইন সমর্থক থেকে শুরু করে সুদূর আর্জেন্টিনার বুয়েনোর্স এয়ার্স, সর্বত্রই উৎসব শুরু হয়েছে।
বাদ যায়নি ভারতীয় উপমহাদেশও। বিশেষ করে বাংলাদেশে আর্জেন্টিনাকে ঘিরে যে উন্মাদনার ছবি ছড়িয়েছে, সেটি নিয়ে খোদ আর্জেন্টিনার বাসিন্দারাও কৃতজ্ঞতা জানিয়েছে। ভারতেও আর্জেন্টিনাকে ঘিরে উন্মাদনা চরমে উঠেছে।
এবার এই উন্মাদনার জন্য ধন্যবাদ জানাল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের টুইটার পেজ। নিজেদের টুইটার পেজে আর্জেন্টিনা দল লিখেছে, "ধন্যবাদ বাংলাদেশ। ধন্যবাদ কেরালা, ভারত, পাকিস্তান। আপনাদের সমর্থন অসাধারণ।"
এর আগেও বাংলাদেশ ও ভারতের উন্মাদনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আর্জেন্টিনা সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্ক্রিন লাগিয়ে হাজারো সমর্থকরা গলা ফাটিয়েছেন আর্জেন্টিনার হয়ে। ভারতের কেরালাতেও আর্জেন্টিনার সমর্থকরা উৎসব শুরু করেছে।