কলম্বিয়ার পর এবার কোপা আমেরিকার আয়োজন থেকে সরে দাঁড়াল আর্জেন্টিনাও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১৩ জুন থেকে কোপা আমেরিকা শুরু হওয়ার কথা রয়েছে। এবারের আয়োজক হিসেবে নির্বাচিত হয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। কিন্তু দুই সপ্তাহ আগে বড়সড় ধাক্কা খেল এই ঐতিহ্যশালী টুর্নামেন্ট।
গত সপ্তাহে আয়োজন থেকে সরে দাঁড়িয়েছিল কলম্বিয়া, আর রবিবার আয়োজক কনমেবল জানিয়েছে, আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে এবার আর্জেন্টিনা। নিজেদের টুইটারে কনমেবল জানিয়েছে, করোনার কারণে কোপা আমেরিকা আর্জেন্টিনায় অনুষ্ঠিত হবে না।
গত সপ্তাহান্তে আর্জেন্টিনায় লকডাউন জারি করা হয়েছিল এবং সপ্তাহের গড় অনুযায়ী ৩৫ হাজার সংক্রমণ ও ৫০০ মৃত্যুর খবর সামনে এসেছে। এছাড়া শুক্রবার সাধারণ মানুষদের নিয়ে একটি ভোটাভুটিতে দেখা গিয়েছে, ৭০ শতাংশ মানুষ টুর্নামেন্ট আয়োজনের বিরুদ্ধে ছিল।
যদিও কনমেবল জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে নয়া আয়োজকের বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে, আর এই কারণে এখনও অবধি টুর্নামেন্ট স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এর আগে কলম্বিয়া এই টুর্নামেন্টের আয়োজন থেকে সরে এসেছিল। কারণ সে দেশের প্রেসিডেন্ট ইভান ডুকুর বিরুদ্ধে গণ বিদ্রোহ শুরু হয়েছে এবং অশান্ত পরিবেশ তৈরি হয়েছে।