স্পেনের কাছে আটকে গিয়ে অলিম্পিকের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল আর্জেন্টিনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা দ্রতই বিদায় নিয়ে ফেললেন। টোকিও অলিম্পিকে পুরুষদের ফুটবলে গ্রুপ পর্বই উতরাতে পারল না আর্জেন্টিনা। বুধবার স্পেনের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে ড্র করে অলিম্পিক থেকে ছিটকে গেল আর্জেন্টিনা।
খেলায় বেশিরভাগ সময়েই দাপট দেখিয়েছে স্পেন। একাধিক তারকা খেলোয়াড়দের নিয়ে আর্জেন্টিনার তরুণ স্কোয়াডের বিরুদ্ধে বেশ ভালোই খেলছিল স্প্যানিশ ব্রিগেড। ৬৬ মিনিটে ড্যানি ওলমোর দুরন্ত পাসে গোল করেন স্পেনের অধিনায়ক মিকেল মেরিনো।
এরপর গোল করতে উঠেপড়ে লাগে আর্জেন্টিনা। ৮৭ মিনিটে কর্নার থেকে হেড করে সমতায় ফেরান টমাস বেলমন্তে। কিন্তু তা সত্ত্বেও কোনও লাভ হয়নি। আর এর জেরে গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠল স্পেন, দ্বিতীয় স্থানে থেকে যোগ্যতা অর্জন করল মিশর।