বিশ্বজয়ী আর্জেন্টিনা কি সত্যি আসছে বাংলাদেশে?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সদ্য ফুটবল বিশ্বকাপ ২০২২ জিতে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্তিনা। আর তাদেরকে নিজেদের দেশ থেকে অসাধারণ সমর্থন করে গোটা বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশের ফুটবল ভক্তরা। তাদের সমর্থন দেখে বাংলাদেশের ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন স্বয়ং মেসির মা। ধন্যবাদ জানানো হয়েছে আর্জেন্টিনা ফুটবল দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও।
তবে এবার আরও এক ধাপ এগিয়ে যেতে পারে আর্জেন্টইনা এবং বাংলাদেশ ফুটবল ভক্তদের সম্পর্ক। খবর অনুযায়ী, আসন্ন জুন মাসে বিশ্বজয়ী আর্জেন্টিনা ফিফা ফ্রেন্ডলি খেলতে আসতে পারে বাংলাদেশে। খবর অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেষ্টা করছে জাপান এবং মরোক্ককে এই ফ্রেন্ডলি ম্যাচের জন্য আনার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি সালাহউদ্দিন জানিয়েছেন, "বাংলাদেশে আর্জেন্টিনার খেলতে আসা প্রায় নিশ্চিত। এখন শুধু শর্তাবলি নিয়ে আলোচনা বাকি রয়েছে।"
যদিও আর্জেন্টিনার এক সাংবাদিক সম্প্রতি জানিয়েছেন বাংলাদেশে আর্জেন্টিনার খেলার কোনো খবর তারা জানেন না।
লিওনেল মেসি সহ আর্জেন্টিনা ফুটবল দল এর আগেও একবার বাংলাদেশে খেলে গেছে। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর মেসির আর্জেন্টিনা, নাইজেরিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বাংলাদেশের ফুটবল ভক্তরা আবারও মেসি ম্যাজিক দেখার অপেক্ষাতেই দিন গোনা শুরু করেছেন।