প্যারাগুয়ের কাছে আটকে গেল আর্জেন্টিনা, দুর্দান্ত কামব্যাক ব্রাজিলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২২ বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দুই ভিন্ন ফল। একদিকে প্যারাগুয়ের কাছে আটকে গেল দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা, অন্যদিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে দারুণ কামব্যাক করল ব্রাজিল।
প্যারাগুয়ে - ০
আর্জেন্টিনা - ০
প্রথমার্ধে আর্জেন্টিনা বেশ ভালো আক্রমণে উঠেছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে ধীরে ধীরে খেলাটি ধরে নেয়। যদিও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি দ্বিতীয়ার্ধে পাঁচটি পরিবর্তন করে, যার জেরে আর্জেন্টিনার খেলা কিছুটা নেমে যায়। যদিও আর্জেন্টিনার পাপু গোমেজের শট দারুণভাবে বাঁচান প্যারাগুয়ের গোলকিপার অ্যান্টনি সিলভা।
ভেনেজুয়েলা - ১ (এরিক রামিরেজ)
ব্রাজিল - ৩ (মারকুইনহোস, গ্যাব্রিয়েল বারবোসা - পেনাল্টি, অ্যান্থনি)
দুর্দান্ত কামব্যাক করে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে নিজেদের জয়ের ধারা বজায় রাখল ব্রাজিল। ইয়েফেরসন সোতেলদোর ক্রসে গোল করেন এরিক রামিরেজ।
এরপর টানা লড়াই করে ৭১ মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন মারকুইনহোস। এর চয় মিনিটে পরে পেনাল্টি থেকে গোল করেন গ্যাব্রিয়েল বারবোসা, আর শেষে অভিষেকেই গোল করেন অ্যান্থনি।
আর এর জেরে গ্রুপ পর্বে শীর্ষস্থানেই থেকে গেল ব্রাজিল। আট পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সেলেকাওরা।