ফ্রান্স যদি ফাইনালে না উঠত, তাহলে 'বিশ্বকাপ জিতত না' আর্জেন্টিনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ১৮ ডিসেম্বর ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সর্বসেরা ফাইনালটি খেলা হয়েছিল। যেখানে ১২০ মিনিট পর্যন্ত ফ্রান্স ও আর্জেন্টিনা ৩-৩ ফলে সমতায় ছিল, এবং শেষে টাইব্রেকারে জয় পায় আর্জেন্টিনা।
কিন্তু যদি ফ্রান্স বিশ্বকাপের ফাইনালে না উঠত, তাহলে কি আর্জেন্টিনা পেত বিশ্বকাপ? এই নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন খোদ আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য নিকোলাস টাগলিয়াফিকো। আর্জেন্টিনার এই সাইড ব্যাক টুইচে এক সাক্ষাৎকারে এমনই চাঞ্চল্যকর কথা প্রকাশ করেছেন।
২০২২ বিশ্বকাপের নানান মুহুর্ত নিয়ে কথা বলতে গিয়ে টাগলিয়াফিকো তুলে আনেন গ্রুপ পর্বে পোল্যান্ড ম্যাচের কথা। সি গ্রুপের শেষ ম্যাচে একই সময়ে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-পোল্যান্ড এবং মেক্সিকো-সৌদি আরব। এই পরিস্থিতিতে সমীকরণ বলছিল, পোল্যান্ডকে বড় ব্যবধানে হারা চলবে না আর্জেন্টিনার কাছে।
পোল্যান্ডের বিরুদ্ধে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা, অন্যদিকে ৫২ মিনিটে সৌদিকে দুই গোল দেয় মেক্সিকো। এই পরিস্থিতিতে পোল্যান্ডের ফুটবলাররা অনুরোধ করে আর্জেন্টিনাকে, যেন আর বেশি গোল না দেয়, এমনটাই জানিয়েছেন টাগলিয়াফিকো।
এই নিয়ে টাগলিয়াফিকো বলেছেন, "আমরা প্রথম গোলটা দেওয়ার পর পোল্যান্ড আর খেলতে চাইছিল না। এরপর আমরা (৬৭তম মিনিটে) দ্বিতীয় গোলটিও দিয়ে ফেলি। আমার মনে পড়ে ৬০ মিনিটের দিকে পোল্যান্ডের একজন ভাঙা ভাঙা স্প্যানিশে আমাকে বলল, আর আক্রমণ করো না। যা হয়েছে, তোমাদের জন্য যথেষ্ট।"
এরপর টাগলিয়াফিকো জানান, যদি পোল্যান্ডের জায়গায় মেক্সিকো উঠত, তাহলে শেষ ষোলোয় ফ্রান্সের বিরুদ্ধে ফলাফলটা ভিন্ন হতেই পারত।
এই নিয়ে টাগলিয়াফিকো বলেছেন, "আমরা যদি সেদিন গোল করতাম পোল্যান্ড বাদ পড়ে যেত। সবকিছুই তখন বদলে যেত। দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের বিপক্ষে খেলত মেক্সিকো। আর মেক্সিকো ফ্রান্সকে হারিয়ে দিলে একটা ওলট-পালট ঘটে যেত। আমরা চ্যাম্পিয়নও হতে পারতাম না।"
বর্তমানে ফ্রান্সের ক্লাব লিয়ঁতে খেলেন টাগলিয়াফিকো।