মেসির জন্য আমাদের ট্রফি জিততে হবে, ফাইনালের আগে আশ্বাস লিওনেল স্কালোনির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ফিফা বিশ্বকাপ ২০২২ এর ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। আর্জেন্টিনার বড় শক্তি যেমন লিওনেল মেসি, তেমনি ফ্রান্সের হাতে রয়েছে কিলিয়ান এমবাপ্পের মত দুরন্ত ফুটবলার। এই পরিস্থিতিতে লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হবে তা বলাই যায়।
এই পরিস্থিতিতে শনিবার সাংবাদিক বৈঠকে হাজির হন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। ফ্রান্সের প্রধান অস্ত্র কিলিয়ান এমবাপ্পেকে আটকানো নিয়ে স্কালোনি বলেছেন, "ব্যক্তির তুলনায় এটি একটি দলগত কাজ। আর শুধু এমবাপ্পে একা নয়, যদিও তিনি একজন ভালো খেলোয়াড়, ফ্রান্সের আরও অনেক খেলোয়াড় রয়েছে যারা তাকে সাহায্য করতে পারে, এমনকি আরও ভালো খেলতে পারেন। উনি অনেক তরুণ এবং আরও উন্নতি করবেন, এ নিয়ে কোনও সন্দেহ নেই।"
এদিকে আর্জেন্টিনা দলের এই দুর্দান্ত সফর নিয়ে স্কালোনি বলেছেন, "এই গ্রুপটি ফাইনালের আগে নিজেদের সেরা ছন্দে রয়েছে। আমি তাদের কৃতজ্ঞতা জানাতে চাই যারা না খেলেও নিজেদের সেরাটা দিয়েছেন। নিকো গোঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, মার্টিনেজ কুয়ার্টা, নিকো ডমিনিগেজ, জুয়ান মুসো - আমি এদের কাউকে ভুলিনি। লো সেলসো ইতিমধ্যেই রয়েছে। আমাদের এটি উপভোগ করতে হবে কারণ এটি ইতিহাসে লেখা থাকবে।"
"আমরা প্রথম দিন থেকেই চিন্তা করে এসেছি যে আর্জেন্টিনা জাতীয় দলটি সবার। যে ফুটবলার এই দেশের জার্সি পড়বে, তাদের জিজ্ঞেস করুন। এই চার বছর ধরে আমরা সেটিই করেছি। আমাদের একটি অসাধারণ দল রয়েছে যারা এই জার্সির জন্য নিজেদের জীবন দিয়ে দেবে।"
ফাইনালে দায়িত্ব পাওয়া জিমোন মারচিনিয়াককে নিয়ে স্কালোনি বলছেন, "অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উনি ভালো পরিচালনা করেছেন। এবার ভিএআর নিয়ে বললে, অনেক ক্যামেরা রয়েছে। আমার মনে হয় না রেফারি কোনও প্রভাব ফেলবে এবং ওনাকে তার কাজ করতে দেওয়া উচিত।"
মেসি বনাম এমবাপ্পে দ্বৈরথ নিয়ে স্কালোনি বলেছেন, "আগামীকালের ম্যাচ আর্জেন্টিনা বনাম ফ্রান্স, মেসি ও এমবাপ্পের থেকে অনেক উপরে। আমাদের দুজনের কাছেই প্রয়োজনীয় অস্ত্র রয়েছে, তাই এই ম্যাচটি শুধু ওদের নয়, বাকিদের উপরেও নির্ভর করে। লিও ভালো রয়েছেন এবং আশা করছি উনি ভালো খেলবেন।"
শেষে ফ্রান্সকে হারানোর পরিকল্পনা ও মেসির শেষ ম্যাচ নিয়ে স্কালোনি বলেছেন, "আমরা আর ওরা কিভাবে খেলব, সে নিয়ে আমরা আমাদের পরিকল্পনা তৈরি রাখব। আর মেসি? আশা করি, যদি এটি মেসির শেষ ম্যাচ হয়, তাহলে আমাদের কাপ জিততে হবে। এটি দারুণ হবে এবং গুরুত্বপূর্ণ হল আমাদের উপভোগ করতে হবে।"