ক্রোয়েশিয়াকে সমীহ করলেও নিজেদের খেলায় কোনও পরিবর্তন আনবে না আর্জেন্টিনা

অনিলাভ চট্টোপাধ্যায়, কাতার : মঙ্গলবার ফিফা বিশ্বকাপ ২০২২ এর সেমিফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া এবং আর্জেন্টিনা। এবং এই ম্যাচে ফেভারিট হিসেবেই শুরু করবেন লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। তবে এই ম্যাচের আগে যথেষ্ট সতর্ক আর্জেন্টিনা দল।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে আর্জেন্টিনা হেড কোচ লিওনেল স্কালোনি সমীহ করলেন প্রতিপক্ষ ক্রোয়েশিয়াকে। তিনি বলেছেন, "আমরা খুব কঠিন ম্যাচ আশা করছি এমন একটি দলের বিরুদ্ধে যারা সত্যিকারের একটি দল। ওরা ওদের মত খেলে, খুব ভালো একটি গ্রুপ তৈরি করেছে। এমন একটি দল যারা আমাদের জন্য কাজটি কঠিন করে তুলবে। আর আগের বিশ্বকাপের সাথে তুলনা নিয়ে কিছু বলার নেই। এটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। তবে কাজটি খুব কঠিন।"
লিওনেল মেসির এমন আগ্রাসী রুপ দেখে চমকে উঠেছে ফুটবল বিশ্ব। তবে মেসিকে এমনভাবে দেখে অবাক হননি স্কালোনি। তিনি বলেছেন, "লিওকে দেখে আমি একটুও অবাক নই কারণ আমি ওনাকে যতদিন চিনি, উনি এভাবেই ছিলেন। এতে কোচিং স্টাফের কোনও কৃতিত্ব নেই। ওনার নিজের প্রতি গর্ব রয়েছে এবং বল নিয়ে খেলে যাওয়ার অফুরন্ত ইচ্ছা রয়েছে, যা বাকিরা ঈর্ষা করে। আমরা খুব খুশি।"
এরপর লিওনেল স্কালোনি নিজের দলকে নিয়ে বলেছেন, "এই দলকে নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য, আর দেশের মানুষদের জন্য খেলে। আমরা আমাদের সমর্থকদের প্রতি কৃতজ্ঞ, যারা এতদুর কষ্ট করে এখানে এসেছেন। আমরা আশা করছি নিজেদের সেরাটা দেব এবং এই ম্যাচগুলিতে কি হবে সেটি সময় বলবে।"
এদিকে আবারও ক্রোয়েশিয়াকে নিয়ে স্কালোনি বলেছেন, "ক্রোয়েশিয়াকে নিয়ে বলতে গেলে, ওদের খেলার একটি ধরণ রয়েছে এবং তারা সেটি বদলাবে না। খুব রক্ষণাত্মক নয়, আবার খুব বেশি আক্রমণাত্মক নয়। ওদের দলে খুব ভালো ভালো খেলোয়াড় রয়েছে এবং ওদের খুব বড় ফুটবল সংস্কৃতি রয়েছে। আমরা একটি কঠিন খেলা আশা করছি।"
এদিকে রড্রিগো ডি পল ও অ্যাঞ্জেল ডি মারিয়া বর্তমানে খেলার জন্য উপলব্ধ রয়েছেন, সেই আশ্বাস দিয়েছেন স্কালোনি।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কি উপায়ে নামবে আর্জেন্টিনা? এই নিয়ে স্কালোনি বলেছেন, "আমাদের একটি নির্দিষ্ট ধরণ রয়েছে খেলার, প্রতিপক্ষকে নিয়ে ভাবার আগে এই বিষয় নিয়ে আমাদের ভাবতে হবে। আমরা খেলোয়াড়দের সাথে কথা বলি, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করি যে কিভাবে খেলা উচিত। তবে আমাদের উপায় একই থাকবে। খেলার প্রতিটা মুহুর্তে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব এবং সেই মত খেলব।"
শেষে যখন স্কালোনিকে জিজ্ঞেস করা হয়, এই মাসটি তার কেরিয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ কিনা, এর জবাবে স্কালোনি এক শব্দে বলে দেন, "হ্যাঁ।"