২০৩০ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য এক সাথে আবেদন জানাল এই চার দেশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য যৌথভাবে বিড জমা দিল দক্ষিণ আমেরিকার চারটি দেশ। এই চার দেশ হল আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলি। মূলত সেই বছর ফুটবল বিশ্বকাপের শতবর্ষ পূরণ হবে বলে এই চার দেশ একত্রে আয়োজন করতে চাইছে।
১৯৩০ সালে উরুগুয়ে আয়োজন করেছিল প্রথম ফুটবল বিশ্বকাপ। সেই বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে খেতাব জিতেছিল উরুগুয়ে। এবার দক্ষিণ আমেরিকার এই চার দেশ যৌথভাবে বিশ্বকাপের শতবর্ষ সংস্করণ আয়োজন করতে আগ্রহী।
এই নিয়ে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) সভাপতি আলেজান্দ্রো ডমিনিগেজ বলেছেন, "এটি একটি মহাদেশের স্বপ্ন। আরও অনেক বিশ্বকাপ আসবে, কিন্তু বিশ্বকাপ কেবল একবারই ১০০ এ পা দেয়, আর সেটিকে ঘরে আনতে হবে।"
এর আগে ১৯৬২ সালে চিলিতে এবং ১৯৭৮ সালে আর্জেন্টিনায় বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। এবং ২০১৪ সালের পর আবারও দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপ আয়োজনের জন্য আবেদন জানাল চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং আর্জেন্টিনা।
ইতিমধ্যেই ঘোষিত হয়ে গিয়েছে, ২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজন করবে কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ২০৩০ বিশ্বকাপের জন্য যৌথভাবে বিড জমা দেওয়ার ঘোষণা করেছে স্পেন ও পর্তুগাল। আগামী ২০২৪ সালে ফিফা এই ২০৩০ বিশ্বকাপের আয়োজককে বেছে নেবে।