আপনারা কি ডাচদের সাহায্য করছেন? সাংবাদিকদের উপর ক্ষুব্ধ আর্জেন্টিনা হেড কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই শক্তিধর দেশ আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। আর এই ম্যাচকে ঘিরে উৎসাহ রয়েছে চরমে।
তবে একাধিক রিপোর্ট অনুযায়ী খবর, নেদারল্যান্ডসের বিরুদ্ধে অনিশ্চিত আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার রড্রিগো ডি পল। এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ষোলো ম্যাচ না খেলার পর নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ম্যাচ মিস করতে পারেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
এই নিয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনিকে, তখন তিনি বেশ ক্ষোভ প্রকাশ করেন। যেভাবে রড্রিগোর চোটের খবর ছড়ানো হয়েছে, তাতে স্কালোনি মিডিয়ার প্রতি অভিযোগ করেছেন যে তারা নেদারল্যান্ডসকে সাহায্য করছে।
স্কালোনি বলেছেন, "আমাদের অনুশীলন ক্লোজড ডোরে হয়েছিল, আপনারা কেন আমায় ডি পলের বিষয়ে জিজ্ঞেস করছেন? আপনারা কি নেদারল্যান্ডসকে সাহায্য করতে চাইছেন? আমাদের জন্য একেবারেই ভালো নয় যখন মিডিয়ায় এই ধরণের তথ্য ফাঁস হয়ে যায়। এসব খুবই বিরক্তিকর।"
এদিকে রড্রিগো ও ডি মারিয়ার চোটের আপডেট নিয়ে স্কালোনি বলেছেন, "আমরা দেখব আদৌ রড্রিগো আর ডি মারিয়া খেলতে পারেন কিনা। আমাদের সিস্টেম নির্ভর থাকবে উইঙ্গাররা শারীরিকভাবে কতটা সক্ষম। মূল কথা হল, যেই খেলুন না কেন, তাকে তাঁর শতভাগ দিতে হবে।"
রড্রিগো ডি পল ও অ্যাঞ্জেল ডি মারিয়া না থাকাটা অবশ্যই বড় ফ্যাক্টর হবে আর্জেন্টিনার। তবে লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, পাপু গোমেজদের মত তারকাদের উপর ভরসা রাখবেন লিওনেল স্কালোনি।