লিও মেসির অফুরন্ত পরিশ্রমে উরুগুয়ের বিরুদ্ধে কষ্টার্জিত জয় আর্জেন্টিনার

আর্জেন্টিনা - ১ (গুইডো রডরিগেজ)
উরুগুয়ে - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কোপা আমেরিকার অন্যতম হেভিওয়েট লড়াইয়ে কষ্টার্জিত জয় হাসিল করে ছন্দে ফিরে এল আর্জেন্টিনা। শুক্রবার ব্রাজিলিয়ায় শক্তিশালী উরুগুয়ের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই দেখিয়েছে আর্জেন্টিনা, কিন্তু গোলমুখ খুলেছে সেই একবারই।
এপ্রান্ত থেকে ওপ্রান্ত খেলা হয়েছে গোটা ম্যাচ জুড়ে। যেখানে আর্জেন্টিনা শট গোলে রাখতে সক্ষম হয়েছে, সুয়ারেজ-কাভানি সমৃদ্ধ উরুগুয়ে কেবল চারটি শটই মারতে সক্ষম হয়েছে, যার একটিও লক্ষ্যে থাকেনি। কিন্তু ১৩ মিনিটে কাঙ্খিত গোলটি হাসিল করে আর্জেন্টিনা। রুড ডি বলের শর্ট কর্নারে বল পেয়ে মেসি বক্সে ক্রস বাড়ান, যা হেড করে গোল করেন রিয়াল বেটিসের মিডফিল্ডার গুইডো রডরিগেজ।
ম্যাচে যেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে নেমেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক লাগাতার ড্রিবল ও স্কিলের মাধ্যমে ঝামেলায় ফেলছিলেন উরুগুয়ের ডিফেন্সকে। অন্যদিকে উরুগুয়ে বল পজেশন ধরে রাখলেও আর্জেন্টাইন ডিফেন্সে আটক পড়ে যায় সুয়ারেজ-কাভানির জোড়া ফলা।
আর এই জয়ের জেরে কোপা আমেরিকায় ১৯৮৯ সাল থেকে উরুগুয়ের বিরুদ্ধে অপরাজিত আর্জেন্টিনা। এবারের কোপায় এমন হাই প্রোফাইল ম্যাচে নিজেদের প্রথম জয় হাসিল করতে পেরে খুশিই হবেন মেসিরা। এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে মেসি-মার্টিনেজদের।