দুরন্ত ফুটবল খেলে নকআউটে আর্জেন্টিনা, শেষ ষোলোয় পোল্যান্ডও

পোল্যান্ড - ০
আর্জেন্টিনা - ২ (অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যখন সব থেকে বেশি প্রয়োজন, তখনই যেন নিজেদের সেরা ফুটবলটা খেলল আর্জেন্টিনা। রক্ষণাত্মক ফুটবল খেলা পোল্যান্ডের বিরুদ্ধে আক্রমণের ঝড় তুলে দুরন্ত জয় হাসিল করল আর্জেন্টিনা। আর এই জয়ের সাথে গ্রুপশীর্ষে থেকে শেষ ষোলোয় উঠল আর্জেন্টিনা।
একেবারে প্রথম থেকে আক্রমণের পর আক্রমণ করছিলেন আর্জেন্টিনার অ্যাটাকাররা। তবে পোল্যান্ড দুর্দান্ত ডিফেন্সিভ ফুটবল খেলতে থাকে। এদিকে ৩৭ মিনিটে ভিএআরের সৌজন্যে পেনাল্টি পায় আর্জেন্টিনা, পোলিশ গোলকিপার ওচিয়েচ সেজনি ডাইভ মারতে গিয়ে হাত দিয়ে আঘাত করেন লিওনেল মেসি। কিন্তু মেসির পেনাল্টি সেভ করেন সেজনি।
এদিকে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে আর্জেন্টিনা। ৪৬ মিনিটে নাথুম মোলিনার ক্রসে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। গোল করার পরেও আর্জেন্টিনার আক্রমণ জারি থাকে। ৬৭ মিনিটে এনজো ফার্নান্ডেজের পাসে দুরন্ত গোল করেন জুলিয়ান আলভারেজ।
পুরো ম্যাচেই সাহসিকতার অভাব দেখা যায় পোল্যান্ডের মধ্যে। একেবারে গতে বাঁধা রক্ষণাত্মক ফুটবল খেলে গেলেন লেওয়ানডস্কিরা। এবং শেষ অবধি স্রেফ এক গোল পার্থক্যের সৌজন্যে শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করল পোল্যান্ড।