ডাচদের প্রত্যাবর্তন সত্ত্বেও মেসিদের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন এমি মার্টিনেজ

আর্জেন্টিনা - ২ (নাহুয়েল মোলিনা, লিওনেল মেসি - পেনাল্টি)
নেদারল্যান্ডস - ২ (অউট ওয়েগহর্স্ট - ২)
পেনাল্টিতে ৪-৩ ফলে জয়ী আর্জেন্টিনা
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একটি নিস্তেজ খেলা থেকে অসাধারণ একটি ক্লাইম্যাক্স, দুই দলের মধ্যে আগুনে সংঘর্ষ, ফাউল আর হলুদ কার্ডের বন্যা, এবং শেষ অবধি স্নায়ুচাপ ধরে রেখে জয় - সবই ছিল আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের এই মহারণে।
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দুই গোলে এগিয়ে থেকেও একেবারে অন্তিম মুহুর্তে ডাচদের কাছে সেই লিড হাতছাড়া করে আর্জেন্টিনা। কিন্তু অতিরিক্ত সময়ে দুর্ধর্ষ লড়াই করার পর শেষ অবধি নাটকীয় পেনাল্টি শুটআউটে জয় হাসিল করল আর্জেন্টিনা।
শুরু থেকেই আর্জেন্টিনা আক্রমণে জোর দিয়েছিল, এবং আর্জেন্টাইন রক্ষণে একেবারে নীরব ছিল ডাচ আক্রমণ। ৩৫ মিনিটে লিওনেল মেসির অনবদ্য থ্রু পাসে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নাহুয়েল মোলিনা।
এরপরেও আর্জেন্টিনার দাপট জারি থাকে ম্যাচে। ৭৩ মিনিটে ডেঞ্জেল ডামফ্রিস বক্সে ফাউল করেন মার্কাস আকুনাকে, যার ফলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। এবং পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে জয়ের রাস্তায় নিয়ে যান লিওনেল মেসি।
তবে পিছিয়ে থেকে ডাচ কোচ লুই ভ্যান গাল নামিয়ে দেন নিজের দলের দুই সেন্টার ফরোয়ার্ড লুক ডি জং ও অউট ওয়েগহর্স্টকে। আর তারপরেই লং বল ফুটবলে চলে যায় নেদারল্যান্ডস।
৮৩ মিনিটে স্টিভেন বেরগুইসের ক্রসে দুরন্ত হেড করে নেদারল্যান্ডসকে আশা যোগান ওয়েগহর্স্ট। কিন্তু নাটকের শেষ তখনও হয়নি। ইঞ্জুরি টাইমের একাদশতম মিনিটে টিউন কুপামাইনার্সের চতুর ফ্রিকিকে বল পেয়ে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান ওয়েগহর্স্ট। আর এর জেরে খেলা গড়ায় এক্সট্রা টাইমে।
এক্সট্রা টাইমের প্রথমার্ধে দুই দল নিজেদের সামলে নেয়। কিন্তু দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা মুহুর্মুহু আক্রমণ করে। নেদারল্যান্ডস কিছু সময়ে কাউন্টার অ্যাটাকের জন্য এগোলেও আর্জেন্টিনা ত্রাহিত্রাহি রব সৃষ্টি করে ডাচ ডিফেন্সে। কিন্তু শেষ অবধি গোল আসে না। ফলে খেলা গড়াল পেনাল্টি শুটআউটে।
আর এই পেনাল্টি শুটআউটে নায়ক হয়ে ওঠেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। পরপর বাঁচান ভার্জিল ভ্যান ডাইক ও বেরগুইসের পেনাল্টি। এরপর একে একে গোল করেন কুপমাইনার্স, ওয়েগহর্স্ট ও লুক ডি জং।
অন্যদিকে আর্জেন্টিনার হয়ে প্রথম তিন পেনাল্টিই সফলভাবে স্কোর করেন মেসি, লিয়ান্দ্রো পারেদেস এবং গোঞ্জালো মন্টিয়েল। তবে আর্জেন্টিনার হয়ে চতুর্থ পেনাল্টি নিতে আসা এঞ্জো ফার্নান্ডেজ পেনাল্টি মিস করে নাটক কিছুটা বাড়ান। কিন্তু পঞ্চম পেনাল্টিতে গোল করে আর্জেন্টিনাকে জিতিয়ে দেন লাউটারো মার্টিনেজ।