এমবাপ্পের দুরন্ত লড়াই সত্ত্বেও বিশ্বজয়ী আর্জেন্টিনা

আর্জেন্টিনা - ৩ (লিওনেল মেসি - ২ - পেনাল্টি ১, অ্যাঞ্জেল ডি মারিয়া)
ফ্রান্স - ৩ (কিলিয়ান এমবাপ্পে - ৩ - পেনাল্টি ২)
পেনাল্টিতে ৪-২ ফলে জয়ী আর্জেন্টিনা
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সব থেকে একপেশে বিশ্বকাপ ফাইনাল থেকে সব থেকে সেরা বিশ্বকাপ ফাইনাল - দুই ঘন্টার এই ফুটবল ম্যাচে সবই দেখে নিল ফুটবল বিশ্ব।
লিওনেল মেসির জাদু ও অ্যাঞ্জেল ডি মারিয়ার অসাধারণ খেলা, আর তার জেরে ফ্রান্সকে গুটিয়ে দিয়ে ২-০ গোলে এগিয়ে থেকেছে আর্জেন্টিনা। আর তারপর ৯০ সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করে ফ্রান্সকে সমতায় ফিরিয়ে আনেন কিলিয়ান এমবাপ্পে। অতিরিক্ত সময়ে আবারও যখন মেসি এগিয়ে দেন আর্জেন্টিনাকে, তখন আবারও ফ্রান্সকে সমতায় আনেন এমবাপ্পে।
কিন্তু শেষ অবধি পেনাল্টি শুটআউটে আবারও এমিলিয়ানো মার্টিনেজের অসাধারণত্বে ৩৬ বছরের খরা মেটাল আর্জেন্টিনা। দিয়েগো মারাদোনা যা করেছিলেন ১৯৮৬ সালে, সেটিই ২০২২ এ করে দেখালেন লিওনেল মেসি।
শুরু থেকেই আর্জেন্টিনার দাপট ছিল দেখার মত। ফ্রান্সকে একেবারেই দাঁড়াতে দেয়নি। চোট সারিয়ে ফেরা অ্যাঞ্জেল ডি মারিয়া বামদিক থেকে একাই খেলা ঘুরিয়ে দিচ্ছিলেন।
২১ মিনিটে উসমান ডেম্বেলে বক্সের মধ্যে ফেলে দেন ডি মারিয়াকে, যার ফলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। এবং পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। এরপর ৩৬ মিনিটে মেসির পাসে জুলিয়ান আলভারেজ বল বাড়ান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কাছে, যিনি গোল সাজিয়ে দেন অ্যাঞ্জেল ডি মারিয়ার কাছে। এবং ডি মারিয়া গোল করতে ভুল করেননি।
ম্যাচের ৭০ মিনিট অবধি আর্জেন্টিনা যথেষ্ট দাপট নিয়ে খেলে, এবং এরপর কিছুটা রক্ষণাত্মক হওয়ার সুযোগ নেয়। আর সেই সময়েই খেলার হাল ধরে ফ্রান্স। ৭৯ মিনিটে কোলো মুয়ানিকে বক্সে ফাউল করেন নিকোলাস ওটামেন্ডি, আর পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এর ৯০ সেকেন্ড পরেই দুরন্ত ভলিতে ফ্রান্সকে সমতায় ফিরিয়ে আনেন এমবাপ্পে।
আর এর জেরে খেলা অতিরিক্ত সময়ে যায়। এবং সেখানেও নাটকের শেষ হয় না। ১০৮ মিনিটে লাউটারো মার্টিনেজের শট সেভ করেন হুগো লরিস, কিন্তু মেসি সেই বল পেয়ে গোলে ঠেলেন। এবং গোললাইন প্রযুক্তি সেই গোলকে ন্যায্যতা দেন।
যখন মনে হয়েছিল আর্জেন্টিনার ট্রফি জেতা সময়ের অপেক্ষা, তখনই আবার সমতায় ফেরে ফ্রান্স। ১১৬ মিনিটে এমবাপ্পের শট হাতে লাগে গোঞ্জালো মন্টিয়েলের, ফলে আবারও পেনাল্টি পায় ফ্রান্স। আর সেখান থেকে আবারও সমতায় আনেন এমবাপ্পে।
এরপর পেনাল্টি শুটআউটে কিংসলে কোমানের পেনাল্টি সেভ করেন এমি মার্টিনেজ, আর পেনাল্টি মিস করেন অরেলিয়েন শুমেনি। ফ্রান্সের হয়ে গোল করেন এমবাপ্পে ও কোলো মুয়ানি। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে গোল করেন মেসি, পাওলো ডিবালা ও লিয়ান্দ্রো পারেদেস। আর শেষে মন্টিয়েল গোল করে জিতিয়ে দেন আর্জেন্টিনাকে।