অব্যাহত মেসি ম্যাজিক, গোল মিসের বহরেও ইকুয়েডরকে উড়িয়ে সেমিতে আর্জেন্টিনা

আর্জেন্টিনা - ৩ (রডরিগো ডে পল, লাউটারো মার্টিনেজ, লিওনেল মেসি)
ইকুয়েডর - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গোল করলেন, গোল করালেন - আর্জেন্টিনার জয়যাত্রার সারথিই যেন লিওনেল মেসি। আর আর্জেন্টাইন বরপুত্রের এমন ম্যাজিকের দিনে আর্জেন্টিনা হারবে, এমন কল্পনা করাও দুরস্ত। শনিবার ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে সেমি ফাইনালে উঠল আর্জেন্টিনা।
যদিও এই ম্যাচে মেসি আরও বেশি চমক দেখাতেই পারতেন, কিন্তু দুর্দান্ত সুযোগ পেয়েও গোল মিস করে বসেন তিনি। গোল মিস করলেন লাউটারো মার্টিনেজ ও জার্মান পেজ্জালা। কিন্তু ৪০ মিনিটে মেসি দুর্দান্ত পাস বাড়ান রডরিগো ডে পলের উদ্দেশ্যে, যিনি গোল করতে কোনও ভুল করেননি।
এরপর ৮৪ মিনিটে মেসির পাসেই গোল করেন লাউটারো মার্টিনেজ। তবে আসল ম্যাজিক ঘটে ম্যাচের অতিরিক্ত সময়ে, বক্সের সামান্য বাইরে থেকে দুর্দান্ত ফ্রি কিকে গোল করে আর্জেন্টিনার জয়কে নিশ্চিত করেন লিও মেসি।
তবে ইকুয়েডর নিজেদের সুযোগ পেয়েছিল। এনের ভ্যালেন্সিয়া দুটি দারুণ হেডারের সুযোগ পেয়েও হাতছাড়া করেন। তবে ম্যাচের শেষের দিকে অ্যাঞ্জেল ডি মারিয়াকে ফাউল করায় লাল কার্ড দেখেন পিয়েরো হিনকাপি। বেশিরভাগ সময়ে বল নিজেদের আওতায় রাখলেও কোনও সুবিধা করতে পারেনি ইকুয়েডর।
আর এই জয়ের জেরে শেষ ১৮ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। সেমি ফাইনালে আগামী মঙ্গলবার কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। আজকের গোলের জেরে আন্তর্জাতিক ফুটবলে পেলের থেকে মাত্র এক গোল পিছিয়ে রয়েছেন লিওনেল মেসি। প্রথমার্ধে সেই সুযোগ কাজে লাগালে আজ হয়ত পেলের সমান হয়ে যেতেন মেসি। কিন্তু দুই অ্যাসিস্ট ও একটি দর্শনীয় গোলের জেরে পেলেন ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার। শেষ পাঁচ ম্যাচে চারটিতেই ম্যাচের সেরার খেতাব - মেসি এখন অন্য পর্যায়ে খেলছেন।