মেসির ছন্দে সুর-তাল ফিরে পেল আর্জেন্টিনা, দাপটের সাথে পরাস্ত করল বলিভিয়াকে

বলিভিয়া - ১ (এরউইন সাভেদ্রা)
আর্জেন্টিনা - ৪ (আলেজান্দ্রো পাপু গোমেজ, লিওনেল মেসি - ২, লাউটারো মার্টিনেজ)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে আক্রমণাত্মক ও দাপুটে জয় হাসিল করল আর্জেন্টিনা। আর এর দাপুটে জয়ের মূলকেন্দ্রে আবারও ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। গোল করলেন, আর গোল করালেনও। মেসির ছন্দেই যেন পরিচিত সুর ও তাল ফিরে পেল আর্জেন্টিনা। বলিভিয়া দাঁড়াতেই পারেননি ফর্মে ফিরে আসা আর্জেন্টাইনদের বিরুদ্ধে।
খেলা শুরুর পাঁচ মিনিটে মেসির দুর্দান্ত পাসে দুরন্ত ভলি মেরে আর্জেন্টিনাকে এগিয়ে দেন পাপু গোমেজ। এরপর ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লিও মেসি। দ্বিতীয়ার্ধের আগে বুদ্ধিদীপ্ত লব শটে নিজের দ্বিতীয় গোল হাসিল করেন আর্জেন্টাইন অধিনায়ক।
যদিও আর্জেন্টিনার এই দুর্দান্ত খেলায় এক ফোঁটা চোনা পড়ে। ৬০ মিনিটের মাথায় আর্জেন্টিনার ক্লিন শিটের আশা ভেঙে দেন বলিভিয়ার এরউইন সাভেদ্রা। তবে তার পাঁচ মিনিট বাদেই সহজ গোল করে আর্জেন্টিনাকে বড় জয় দিয়ে দেন লাউটারো মার্টিনেজ।
আর এই জয়ের জেরে নিশ্চিত হয়ে গেল, আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচে লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলা ফুটবলার হয়ে গেলেন, টপকে গেলেন জাভিয়ের ম্যাসচেরানোকে। এমন খেলা যদি আর্জেন্টিনা বজায় রাখতে পারে, তাহলে অধরা কোপা আমেরিকা হাসিল করতে খুব অসুবিধা হওয়ার কথা নয়।