ফিফা বিশ্বকাপ ২০২২ : ঘোষিত হল আর্জেন্টিনার ২৬ সদস্যের দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২২ ফুটবল বিশ্বকাপের অন্যতম দাবিদার আর্জেন্টিনা তাদের বিশ্বকাপের ২৬ জন সদস্যের নাম ঘোষণা করল। বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বেশ অভিজ্ঞ ও ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে।
দুইবারের বিশ্বজয়ী আর্জেন্টিনা ২০১৪ বিশ্বকাপে একটুর জন্য বিশ্বকাপ জয় হাতছাড়া করে। ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম ফুটবলার লিওনেল মেসির হয়ত এটিই শেষ বিশ্বকাপ। তার এই শেষ প্রচেষ্টায় তাকে সঙ্গ দিতে চলেছেন ডি মারিয়া, রড্রিগো ডি পল, লাউটারো মার্টিনেজ লিসান্দ্রো মার্টিনেজের মতন ইউরোপীয়ান ক্লাব ফুটবল কাঁপানো খেলোয়াড়েরা।
২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বল বিজয়ী এবং ৭ বারের ব্যালন ডিওর শিরোপা প্রাপ্ত লিও মেসি বরাবরই বলেছেন, তিনি দেশের হয়ে টুর্নামেন্ট জিততে চান। সম্প্রতি তার দেশ কোপা আমেরিকা জিতলেও, ১৯৮৬ সালের পর আবার কি ট্রফি ঢুকবে আর্জেন্টিনা দেশে? তা জানতে হলে বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি যে ২৬ জন আকাশি-সাদা যোদ্ধাকে বিশ্বকাপে লড়ার জন্য বেছে নিয়েছেন, দেখে নিন তাদের নাম।
গোলকিপার- এমিলিয়ানো মার্টিনেজ, গিরোনিমো রুল্লি, ফ্র্যাঙ্কো আরমানি
ডিফেন্ডার- নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জারমান পেজ্জেল্লা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, জুয়ান ফোইথ
মিডফিল্ডার- রড্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক আল্লিস্টার, গুইডো রড্রিগুয়েজ, আলেজান্দ্রো গোমেজ, এঞ্জো ফার্নান্ডেজ, এক্সিকুইল পালাসিওস
ফরোয়ার্ড- লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউটারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, পাউলো ডিবালা, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোররিয়া