মোহনবাগানের রেজিস্ট্রেশনে খেলছে এটিকে মোহনবাগান, তবুও কি এতে খুশি সমর্থকরা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার গভীর রাতে নিজেদের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় ছোট অথচ যুগান্তকারী পরিবর্তন এনেছে এটিকে মোহনবাগান। নিজেদের 'অ্যাবাউট' বিভাগে একটি অতিরিক্ত বাক্য যোগ করা হয়েছে, যেখানে লেখা হয়েছে, আইএফএ ও এআইএফএফ এর অধীনে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের রেজিস্ট্রেশনে খেলছে এটিকে মোহনবাগান। এমনকি, পেজের কভার ফটোয় 'জয় মোহনবাগান' ছবিও দিয়েছে তারা।
এবং এর জেরে বোঝা যাচ্ছে, সংযুক্তিকরণের প্রথম দিন থেকে মোহনবাগানের অধিকাংশ সমর্থকরা যে বিষয়টি নিয়ে আন্দোলন করেছে, তা অনেকটাই সফল হয়েছে। এই খবর নিয়ে ইতিমধ্যেই একাধিক মোহনবাগান ফ্যান ফোরামে খুশির পোস্ট ও নিজেদের জয়কে তুলে ধরা হয়েছে।
তবে এখনও মোহনবাগান সমর্থকদের একাংশ এই বিষয়টিকে আইওয়াশ হিসেবে উল্লেখ করছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করেছেন, সমর্থকদের ভোলানোর জন্য এবং রিমুভ এটিকে আন্দোলনকে বন্ধ করার জন্য এটি একটি প্রয়াস মাত্র।
তবে যা স্পষ্ট, তাতে মোহনবাগান সমর্থকদের রোষে ব্যাকফুটে রয়েছে এটিকে মোহনবাগান। আর এর জেরেই এমন পরিবর্তন করতে বাধ্য হল সবুজ-মেরুণ ব্রিগেড।