স্বস্তি ইস্টবেঙ্গলের! শাস্তি কমল আন্তোনিও পেরোসেভিচের, নামবেন এই ম্যাচ থেকেই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমানে ধীরে ধীরে ছন্দে ফিরছে এসসি ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু ও মুম্বইয়ের বিরুদ্ধে দারুণ লড়ে ড্র করেছে রেনেডি সিংয়ের ছেলেরা। এই পরিস্থিতিতে এবার এসসি ইস্টবেঙ্গলের জন্য এল আরও ভালো খবর।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে শাস্তি কমানোর আবেদন করেছিল এসসি ইস্টবেঙ্গল, আর সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। যা খবর, নির্বাসনের শাস্তি এক ম্যাচ কমানো হয়েছে। অর্থাৎ পাঁচ ম্যাচ নয়, চারটি ম্যাচে খেলতে পারবেন না পেরোসেভিচ।
এর ফলে, এফসি গোয়ার বিরুদ্ধে আগামী ১৯ জানুয়ারি আবারও এসসি ইস্টবেঙ্গলের হয়ে নামতে পারেন আন্তোনিও পেরোসেভিচ। সাসপেনশনের জেরে পেরোসেভিচ খেলতে পারেনি হায়দ্রাবাদ এফসি, বেঙ্গালুরু এফসি ও মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। আর জামসেদপুর এফসি ম্যাচেও খেলতে পারবেন না ক্রোয়েশিয়ান এই ফরোয়ার্ড।
নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে রেফারিকে ধাক্কা দেওয়ার জন্য লাল কার্ড দেখেন আন্তোনিও পেরোসেভিচ। এরপর ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি পেরোসেভিচের শোকজের উত্তরে খুশি না হওয়ায় পাঁচ ম্যাচের জন্য নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয় ক্রোয়েশীয় ফরোয়ার্ডকে।