চোট সারিয়ে কবে ফিরছেন তিরি? মুম্বই ম্যাচে দলের একাদশ নিয়ে বড় আপডেট হাবাসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির বিরুদ্ধে বড় ম্যাচ এটিকে মোহনবাগানের। গত মরশুমের হারের বদলা নিতে মরিয়া থাকবে মেরিনার্সরা। তবে কোচ আন্তোনিও হাবাস এই ম্যাচটিকে অন্যান্য ম্যাচের মতই দেখছেন, যদিও জেতার অঙ্গীকার নিয়ে রেখেছেন।
এই পরিস্থিতিতে সমর্থকদের মনে প্রশ্ন, কবে ফিরছেন স্প্যানিশ ডিফেন্ডার তিরি? চোটের জন্য আইএসএলের প্রথম দুই ম্যাচে খেলেননি। যদিও মঙ্গলবার অনুশীলনে নেমেছিলেন তিনি। এই পরিস্থিতিতে কি মুম্বই ম্যাচে নামবে তিরি? এই বিষয়ে আপডেট দিলেন কোচ আন্তোনিও হাবাস।
এটিকে মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে হাবাস জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে মাঠে নামতে পারেন তিরি। দ্রুত সুস্থ হয়ে উঠছেন এই স্প্যানিয়ার্ড। এর ফলে আশা করা যাচ্ছে, আগামী ১১ ডিসেম্বর চেন্নাইন এফসি ম্যাচে নামতে পারেন তিরি।
এদিকে কলকাতা ডার্বি ম্যাচ থেকে কিছু পরিবর্তন আনবেন কোচ হাবাস? এর জবাবে তিনি জানিয়েছেন, স্কোয়াডে যে ২০ জন খেলোয়াড় সুযোগ পাবেন, তারা প্রত্যেকেই প্রথম একাদশে থাকার দাবিদার। তবে খুব প্রয়োজনীয়তা না হলে একাদশে পরিবর্তন আসবে না।