জনি কাউকোর আগমণে খুশি আন্তোনিও হাবাস, ফিনিশ ফুটবলারকে নিয়ে পরিকল্পনা চুড়ান্ত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইউরো ২০২০ খেলা ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকোকে সই করিয়ে চমক দেখিয়েছে এটিকে-মোহনবাগান। এবং এই সাইনিংয়ে প্রচন্ড খুশি সমর্থকরা। কিন্তু সবুজ-মেরুণের হেডস্যার তার নয়া রিক্রুটকে নিয়ে কি খুশি?
যা বার্তা দিলেন, তাতে খুশি তো বটেই, বরং আনন্দে আপ্লুত কোচ আন্তোনিও হাবাস লোপেজ। শনিবার এটিকে-মোহনবাগানের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করা হয়, আর সেখানে কাউকোকে নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন হাবাস।
ফিনল্যান্ডের মিডফিল্ডারকে নিয়ে কাউকো বলেছেন, "উনি একজন বহুমাত্রিক মিডফিল্ডার যিনি পিচের মাঝ বরাবর পুরো অঞ্চলটি খেলতে পারেন। তার থেকেও বড় কথা, উনি খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারেন এবং বিভিন্ন প্লেয়িং সিস্টেমে নিজেকে গুছিয়ে নিতে পারেন। উনি একজন শক্তিশালী, সুঠাম একজন ব্যক্তি এবং তার সাথে উনি মাঠে নেতৃত্বের মানসিকতা নিয়ে আসছেন। আমার মনে হয় উনি আমাদের জন্য বড় ভূমিকা পালন করবেন।"
চলতি ইউরোয় ফিনল্যান্ড গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেও তিন ম্যাচে পরিবর্ত হিসেবে নেমেছিলেন জনি কাউকো। বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচেও তিনি শেষ ২০ মিনিট খেলেছেন। এমন হাই প্রোফাইলের একজন তারকাকে এনে বাজিমাত করে দিয়েছে এটিকে-মোহনবাগান।