দিল্লি লিগ খেলে এসে আবারও পিয়ারলেসে যোগ দিলেন অভিজ্ঞ ফরোয়ার্ড আনসুমানা ক্রোমা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গতবারের মত আবারও চ্যাম্পিয়ন হতে মরিয়া পিয়ারলেস স্পোর্টিং ক্লাব। আসন্ন কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন এ-তে নিজেদের দাপট বজায় রাখতে আবারও ফিরিয়ে আনল তাদের মূল অস্ত্রকে। যোগ দিলেন লাইবেরিয়ান ফরোয়ার্ড আনসুমানা ক্রোমা। পিয়ারলেসের অনুশীলনে দেখা যায় ক্রোমাকে।
গত কলকাতা লিগে পিয়ারলেসকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন ইস্টবেঙ্গল-মোহনবাগানে খেলে যাওয়া এই অভিজ্ঞ ফুটবলার। কিন্তু লকডাউনের জেরে সেভাবে খেলার সুযোগই পাননি ক্রোমা। সদ্য দিল্লি ফুটবল লিগে গারহওয়াল হিরোজ এফসির হয়ে খেলেন ক্রোমা।
এদিকে প্রবল সম্ভাবনা রয়েছে, আইলিগ দ্বিতীয় ডিভিশনের মূলপর্বে ভবানীপুর এফসির সাথে খেলবে পিয়ারলেসও। আইএফএ এর তরফ থেকে পিয়ারলেসকে মনোনীত করা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে শুধু কলকাতা লিগই নয়, দেশের অন্যতম বড় লিগে খেলারও সুযোগ রয়েছে পিয়ারলেসের কাছে।