সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন অঙ্কিত মুখার্জি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে ক্লেইটন সিলভার একমাত্র গোলে পরাজিত করে লাল হলুদ ব্রিগেড। শুধু জয় ফেরাই নয়, অনেকদিন পর পুরনো ছন্দে দেখা যায় ইস্টবেঙ্গলকে। ফলে স্বাভাবিক ভাবেই খোশ মেজাজে রয়েছেন ইস্টবেঙ্গল কোচ-খেলোয়াড়-কর্তা এবং সমর্থকেরা। তবে এই আনন্দের মাঝেও গলায় কাঁটার মতো আটকে রয়েছে ম্যাচের প্রথমার্ধের একটি তিক্ত ঘটনা।
ঘটনার সুত্রপাত ম্যাচের ১৬ মিনিটে। লাল হলুদ দলের ফুটবলার অঙ্কিত মুখার্জিকে তুলে নেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। তাঁর পরিবর্তে মাঠে নামেন রাকিপ। খেলা শুরুর মাত্র ১৫ মিনিটেই তাঁকে তুলে নেওয়ায় নিজেকে সংযত না রাখতে পেরে মাঠেই নিজের রাগের বহিপ্রকাশ করে বসেন। তবে এই রাগের বহিপ্রকাশ বাড়াবাড়ি পর্যায় চলে যায় যখন তিনি নিজের জার্সি খুলে মাটিতে ছুড়ে ফেলেন।
এর পরেই রেগে যান কোচ থেকে শুরু করে লাল হলুদ সমর্থক সকলেই। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে কোচ স্টিফেন জানান ইস্টবেঙ্গলে অঙ্কিতের ভবিষ্যত তিনি আর দেখতে পাচ্ছেন না।
যদিও নিজের ভুল বুঝতে পেরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অঙ্কিত স্টোরি দিয়ে ক্লাব এবং সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন।
অঙ্কিত লেখেন, " আমার গত সন্ধ্যার প্রতিক্রিয়া হয়তো অনেক মানুষ্কেই আহত করেছে, আমাকে তাঁরা ভুল বুঝেছেন। কিন্তু আমি কখনওই ক্লাবের সমর্থকদের অসম্মান করতে চাইনি। আমি খেলায় আঘাত পেয়েছিলাম, সেই কারণেই আমাকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মুহূর্তে রাগের মাথায় কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেছি ঠিকই। কিন্তু তার মানে এটা কখনওই নয় যে, আমি কোনও ব্যক্তি বা ক্লাবের বিরুদ্ধে বিষোদ্গার করেছি। আমি আজ যতটুকু যা হতে পেরেছি ইস্টবেঙ্গল ক্লাবের জয়ই পেরেছি। এই ক্লাবেই আমি পেশাদার ফুটবল জীবন শুরু করেছিলাম। আমার গোটা পরিবার ইস্টবেঙ্গল ক্লাবের কাছে কৃতজ্ঞ, ঋণী। এই ক্লাবকে অসম্মান করার কথা আমি কল্পনাও করতে পারি না। চোদ্দ বছর বয়স থেকে আমার সত্তায় ইস্টবেঙ্গল, আমার প্রাণের রঙ লাল-হলুদ। ওই বয়সেই আমি ইউ-১৫ দলের হয়ে খেলেছিলাম। আমার তাৎক্ষণিক, সসম্পূর্ণ রাগের মাথায় দেওয়া প্রতিক্রিয়ার জন্য যাঁরা আমাকে ভুল বুঝে মনকষ্ট পেয়েছেন, যন্ত্রনাবিদ্ধ হয়েছেন তাঁদের প্রত্যেকের কাছে আমি ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে আর কখনঐ এমন কোনও আচরণ করব না, যাতে ক্লাবের ভাবমুর্তি নষ্ট হয়। আমায় মার্জনা করবেন।"