জল্পনার অবসান, আইএফএর নতুন সচিব হিসেবে দায়িত্ব পেলেন অনির্বাণ দত্ত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জয়দীপ মুখার্জির পদত্যাগের পর কে হবে আইএফএর নতুন সচিব, এই নিয়ে একাধিক নাম উঠে এসেছিল। কিন্তু শেষ অবধি জল্পনার অবসান, নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অনির্বাণ দত্ত।
এক্সট্রা টাইম বাংলা আগেই জানিয়েছিলেন, কোষাধ্যক্ষ অনির্বাণ দত্তের হাতেই এই দায়িত্ব অর্পণ করা হবে। আর সোমবার তাতে পড়ল শিলমোহর। আইএফএ দপ্তরে গভর্নিং বডির বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে নতুন কমিটির নির্বাচন করা হয়। এক নজরে দেখে নিই এই নয়া কমিটিতে কে কোন পদ পেলেন,
চেয়ারম্যান - শ্রী সুব্রত দত্ত
সভাপতি - শ্রী অজিত ব্যানার্জি
সহ সভাপতি - শ্রী স্বরুপ বিশ্বাস, শ্রী সৌরভ পাল, শ্রী বিশ্বজিৎ ভাদুড়ী
সচিব - অনির্বাণ দত্ত
কোষাধ্যক্ষ - দেবাশিস সরকার
দায়িত্ব গ্রহণের পর অনির্বাণ দত্ত প্রতিশ্রুতি দেন, বাংলার ফুটবলকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার। এখন এটিই দেখার, জয়দীপ মুখার্জি যে উদাহরণ তৈরি করে দিয়েছিলেন, সেটিকে ছাপিয়ে যেতে পারেন কিনা নয়া সচিব।