রাউল-ভিয়াকে প্রশিক্ষণ, ডেল বস্ক-বেনিতেজের সাথে কাজ, ইস্টবেঙ্গলের সংসারে অ্যাঞ্জেল গার্সিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে ঘোষণা করা হয়, হেড কোচ মানোলো ডিয়াজের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন স্প্যানিশ কোচ অ্যাঞ্জেল পুয়েবিয়া গার্সিয়া। এছাড়া স্ট্রেংথ ও ফিটনেস কোচের দায়িত্ব পালন করবেন গার্সিয়া। এনার কোচিং কেরিয়ার বেশ উজ্জ্বল, বলা চলে মানোলোকেও টেক্কা দিতে পারে।
১৯৯৩-৯৪ সালে রিয়াল মাদ্রিদে বিশ্বকাপজয়ী কোচ ভিসেন্তে দেল বস্কের সাথে কাজ করেছেন গার্সিয়া। এছাড়া চ্যাম্পিয়নস লিগ জয়ী কোচ রাফা বেনিতেজের সাথে ১৯৯৪-৯৬ রিয়াল মাদ্রিদ ও রিয়াল ভাল্লাদোল্লিদে কাজ করেছেন তিনি। শুধু উয়েফা প্রো লাইসেন্স ডিগ্রিই নেই তার, ক্রীড়াবিজ্ঞান, ফিটনেস ও কন্ডিশনিং সংক্রান্ত একাধিক ডিগ্রি রয়েছে তার কাছে।
রিয়াল মাদ্রিদ ও রিয়াল ভাল্লাদোল্লিদে থাকাকালীন তিনি কোচিং করিয়েছেন রাউল, ফার্নান্দো মরিয়েন্তেস, এমিলিও বুত্রাগুয়েনো, ইভান জামোরানো, ম্যাক্সি রডরিগেজ, ডেভিড ভিয়া, ডেভিড সিলভা ও রাউল আলবিওলের মত তারকাদের।
মোট চারটি মহাদেশে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে গার্সিয়ার। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে কিম্বেরলি কলেজ ফুটবল অ্যাকাডেমির দায়িত্ব পালন করেছেন। সদ্য তিনি আর্জেন্টিনার নিউওয়েল ওল্ড বয়েজ ক্লাবের সহকারী কোচ ছিলেন। এছাড়া দুবাইয়ে আল ওয়াসল ক্লাব ও চিনে এভারগ্রান্ডে ফুটবল স্কুলের দায়িত্ব নিয়েছিলেন। তুরস্কের জাতীয় দল ও এফসি ওর্দুস্পোরে হেক্টর কুপারের সহকারী ছিলেন গার্সিয়া। গ্রিসের ক্লাব আরিস এফসিতে কাজ করেছেন তিনি।
ফলে বিপুল অভিজ্ঞতা নিয়ে তিনি এবার ভারতে আসবেন। এবং দুই হাতে মানোলোর সংসারের বড় দায়িত্ব সামলাবেন।